দইবাহারি কাতলা (Doi bahari Katla recipe in Bengali)

Arpita Karmakar
Arpita Karmakar @cook_25322059

#ebook2
#দই
আমারা সকলেই জানি যে দই আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আর সেটা দিয়ে যদি সুস্বাদু খাবার বানানো যায় তাহলে তো কথাই নেই।

দইবাহারি কাতলা (Doi bahari Katla recipe in Bengali)

#ebook2
#দই
আমারা সকলেই জানি যে দই আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আর সেটা দিয়ে যদি সুস্বাদু খাবার বানানো যায় তাহলে তো কথাই নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৩ জন
  1. ৩ টুকরো কাতলা মাছ
  2. ১০০ গ্রাম টক দই
  3. ৫-৬ চা চামচ পোস্ত, কাজুবাদাম বাটা
  4. ২চা চামচ আদা রসুন বাটা
  5. ২চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ৩ চা চামচসরিষার তেল
  7. ৩ চা চামচ পেঁয়াজ বাটা
  8. ৩ টে ছোট এলাচ
  9. ১টা দারচিনি
  10. ১টা তেজপাতা
  11. ১টা শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    মাছগুলোকে লবণ মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর কড়াই তে তেল দিয়ে গরম হলে মাছ ভেজে নিন।

  2. 2

    দারচিনি, এলাচ, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে ৩ চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে নিন।

  3. 3

    তারপর একে একে লঙ্কা বাটা, আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিন।

  4. 4

    তেল ছেড়ে এলে তাতে কাজুবাদাম,পোস্ত বাটা, লবণ দিয়ে নাড়াচাড়া করে ৩ চামচ দই ফেটিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    এরপর তাতে ১ টা বড় বাটি গরম জল দিয়ে ঢেকে দিয়ে ঝোল ফুটে এলে মাছগুলোকে দিয়ে দিন।

  6. 6

    তারপর ৫-৭ মিনিট ঢেকে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরী দই বাহারি কাতলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Karmakar
Arpita Karmakar @cook_25322059

Similar Recipes