শুক্ত (sukto recipe in Bengali)

Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

শুক্ত (sukto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1টি মাঝারি আলু
  2. 2টি কাঁচকলা
  3. 1টি মুলো
  4. 3টি উচ্ছে
  5. পরিমাণ মতো বেগুন
  6. 6-7টি বড়ি
  7. 2 চা চামচআদা জিরে বাটা
  8. স্বাদ অনুযায়ীনুন,চিনি
  9. 1/2 চা চামচহলুদ
  10. 1টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা
  11. 1 কাপদুধ
  12. 1টা তেজপাতা
  13. 2টি কাঁচা লঙ্কা
  14. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল
  15. 1টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সব সবজি গুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

  2. 2

    কড়াই তেল গরম করে বড়ি গুলো ভেজে তুলে নিয়ে এক একটি সবজি আলাদা করে ভেজে নিতে হবে

  3. 3

    তারপর তেজপাতা দিয়ে আদা জিরে বাটা টা দিয়ে ভেজে সব ভেজে রাখা সবজি গুলো দিয়ে নুন, মিষ্টি,হলুদ দিয়ে নাড়িয়ে নিতে হবে

  4. 4

    এরপর সর্ষে পোস্ত বাটা টা দিয়ে একটু জল দিয়ে কাঁচা লঙ্কা, দুধ টা দিয়ে ঢেকে রান্না করতে হবে

  5. 5

    গ্রেভি টা ঠিকঠাক হলে র সবজি গুলো সেদ্ধ হয়ে গেলে ঘী ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

Similar Recipes