তিল দেওয়া লুচি আর সাদা আলুর তরকারি (luchi with sesame seeds recipe in bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#ebook2
থিম: বাংলা নববর্ষ রেসিপি

নববর্ষের ব্রেকফাস্ট লুচি ছাড়া সম্পূর্ণ হয় না। লুচির এই রেসিপি আমি আমার এক বন্ধুর কাছে শিখেছি। ময়দায় তিল যোগ করার ফলে লুচি হয় ক্রাঞ্চি, আরো সুস্বাদু। সাথে সাদা আলুর তরকারি- একটি পার্ফেক্ট কম্বিনেশন।

তিল দেওয়া লুচি আর সাদা আলুর তরকারি (luchi with sesame seeds recipe in bengali)

#ebook2
থিম: বাংলা নববর্ষ রেসিপি

নববর্ষের ব্রেকফাস্ট লুচি ছাড়া সম্পূর্ণ হয় না। লুচির এই রেসিপি আমি আমার এক বন্ধুর কাছে শিখেছি। ময়দায় তিল যোগ করার ফলে লুচি হয় ক্রাঞ্চি, আরো সুস্বাদু। সাথে সাদা আলুর তরকারি- একটি পার্ফেক্ট কম্বিনেশন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
3 জন
  1. সাদা আলুর তরকারি
  2. 3টি বড় আলু ছোট টুকরো করে কাটা
  3. 1 চা চামচকালো জিরে
  4. 1/2 চা চামচহিং
  5. 2-3টি কাঁচা লঙ্কা
  6. স্বাদমতোনুন
  7. 3/4 কাপজল
  8. 1.5টেবিল চামচ তেল
  9. তিল দেওয়া লুচির জন্য
  10. 1.5 কাপময়দা
  11. 1.5টেবিল চামচ সাদা তিল
  12. স্বাদ মতো নুন
  13. প্রয়োজনমতো জল ময়দা মাখার জন্য
  14. 1টেবিল চামচ ঘি
  15. প্রয়োজনমতো তেল লুচি ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    সাদা আলুর তরকারি -- কড়াইয়ে তেল গরম করে কালো জিরে, কাঁচালঙ্কা ও হিং ফোঁড়ন দিয়ে আলু দিন। একটু নাড়াচাড়া করে নুন ও জল দিয়ে ঢেকে রান্না করুন। আলু সেদ্ধ হলে গ্যাস অফ করে দিন।

  2. 2

    তিল দেওয়া লুচি -- একটি মিক্সিং বোলে ময়দা, নুন ও তিল ভাল করে মিশিয়ে হাফ কাপ জল দিয়ে মেখে নিন। এবার মাখা ময়দায় ঘি দিয়ে আর একবার ভালো করে মাখুন। মাথা ময়দা 10 - 15 মিনিট ঢেকে রাখুন।

  3. 3

    এবার মাখা ময়দা 12 টি ভাগে ভাগ করে বলের আকারে গড়ে নিন। এবার একেকটি বল নিয়ে বেলে গরম তেলে ডিপ ফ্রাই করুন। এইভাবে বাকি লুচি ভাজুন।

  4. 4

    তিল দেওয়া লুচি সাদা আলুর তরকারির সাথে ইনজয় করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes