দই চিকেন(doi chicken recipe in Bengali)

Rupasree bhattacharjee
Rupasree bhattacharjee @cook_25901492

দই চিকেন(doi chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
চারজন এর জন্য
  1. ৬০০ গ্রাম চিকেন
  2. ১ চা চামচ আদা
  3. ১চা চামচ রসুনবাটা
  4. ১ চা চামচধনে গুঁড়ো
  5. ৪টি পেঁয়াজ
  6. ৩ টেবিল চামচ দই
  7. ৪/-৫ টা শুকনো লঙ্কা
  8. ২ টোতেজপাতা
  9. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  10. স্বাদ অনুযাায়ীলবণ
  11. ১/২চা চামচলঙ্কা গুঁড়ো
  12. ৫০ গ্রামসর্ষেতেল
  13. ২ টো বড় আলু
  14. ১ টেবিল চামচঘি
  15. ১ চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনটা ভালোকরে ধুয়ে নিতে হবে । যতটা সম্ভব চিকেনের জলটা বার করে দিতে হবে

  2. 2

    এবার চিকেনে সব মস্লা গুলো দিয়ে (দই বাদ)খুবভাল করে মেখে নিতে হবে। মেখে ১০ - ১৫ মিনিট মারিনেট করতে হবে,বেশীওকরতে পারেন।

  3. 3

    এবার করাই তে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাত দিয়ে পেয়াজ ছেড়ে দিতে হবে। পেয়াজ ভালো করে ভাজার পর ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব । এবারে খুব ভালো করে চিকেন কষতে হবে আচঁ কম করে ।

  4. 4

    কিছুক্ষন পর তেল বেরিয়ে আসলে অল্প লবণ দিয়ে আবার কষতে হবে। এবার দই দিয়ে আাবার কষতেহবে ।দই দিয়ে কষলে চিকেন এর রঙ আস্তে আস্তে বদলে যাবে। লাল হতে থাকবে।

  5. 5

    পুরো রান্নাটা কম আচে করতে হবে তবেই ভাল রং আসবে আমি কোন ফুড কলর ব্যাবহার করিনি। রান্না কষা হয়ে গেলে গরম জল দিতে হবে।এতেই সেদ্ধ হবে। ৫/৭ মিনিট পর ঘী গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করেদিতে হবে।ব্যাস তৈরী দই চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rupasree bhattacharjee
Rupasree bhattacharjee @cook_25901492

Similar Recipes