বান্ট্ গারলিক কোরিয়েন্ডার রাইস (burnt garlic coriander rice recipe in bengali)

শ্রেয়া দত্ত
শ্রেয়া দত্ত @cook_25151492

#megakitchen
#আমার পছন্দের রেসিপি
আমার ভীষন পছন্দের একটি রেসিপি আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে।।

বান্ট্ গারলিক কোরিয়েন্ডার রাইস (burnt garlic coriander rice recipe in bengali)

#megakitchen
#আমার পছন্দের রেসিপি
আমার ভীষন পছন্দের একটি রেসিপি আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 300 গ্রামবাসমতী চাল
  2. 2টেবিল চামচ সাদা তেল
  3. 1টেবিল চামচ রসুন কুচি
  4. 1টেবিল চামচ ভিনিগার
  5. স্বাদ অনুযায়ী নুন
  6. 1/2 চা চামচচিনি
  7. 1টেবিল চামচ গোলমরিচ
  8. 1টেবিল চামচ ব্রথ পাউডার
  9. 1 মুঠোধনেপাতা কুচি
  10. 1/2 বাটিবাটার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে অন্তত 2 ঘন্টা। গ্যাসে একটা বড় পাত্র বসিয়ে জল ফুটতে দিন। জলে অল্প তেল আর ভিনিগার দিয়ে চাল দিয়ে সেদ্ধ করে ভাত করে নিতে হবে।

  2. 2

    এবার কড়ায় তেল গরম করে একটু বেশী রসুন দিয়ে সোনালি করে ভেজে নেবো।

  3. 3

    এরপর কড়ায় মাখন গরম করে সেদ্ধ ভাত দিয়ে একে একে নুন, চিনি, গোলমরিচ গুড়ো, ব্রথ পাউডার, ভাজা রসুন কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আবারো নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি বান্ট গারলিক কোরিয়েন্ডার রাইস।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শ্রেয়া দত্ত

Similar Recipes