ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাকের তরকারী (ilish macher matha diye kumro puishaker torkari)

Anjana Mondal
Anjana Mondal @cook_25804448

#আমিরান্নাভালোবাসি

ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাকের তরকারী (ilish macher matha diye kumro puishaker torkari)

#আমিরান্নাভালোবাসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ আঁটিপুইশাকের
  2. ২৫০ গ্রামকুমড়ো
  3. ১ টা আলু
  4. ১ টাইলিশ মাছের মাথা
  5. প্রয়োজন অনুযায়ীসরষের তেল
  6. ১ চা চামচআদা জিরা বাটা
  7. ১চা চামচপাঁচফোড়ন
  8. স্বাদ অনুযায়ীলঙ্কা গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. ১ চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছের মাথা নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    সব সবজি চৌকো করে কেটে নিতে হবে

  3. 3

    মাছ ভাজা র তেলে পাঁচ ফোড়ন দিয়ে প্রথমে আলু, কুমড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে

  4. 4

    একটু পরে ডাঁটা গুলি দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি ডাঁটা যদি খুব মোটা হয় তাহলে আগে থেকেই নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমার রান্না র পুইশাকের ডাঁটা খুব কচি আর নরম ছিল তাই সরাসরি কড়া য় দিয়েছি।

  5. 5

    সব সবজি ভালো করে ভাজা হলে আদা জিরা বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে পুইশাকের পাতা গুলি দিয়েছি

  6. 6

    এরপর ভাজা মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে খুব সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাস সিম করে রেখেছি

  7. 7

    কিছুক্ষণ পর পর ঢাকা খুলে উল্টে পাল্টে আবার ঢাকা দিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anjana Mondal
Anjana Mondal @cook_25804448

Similar Recipes