চিকেন মোমো (chicken momo recipe in Bengali)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#GA4
#Week8
এবারের ধাঁধা থেকে আমি Steamed শব্দ টি নিয়ে এই রেসিপি টি বানিয়েছি। চিকেন মোমো সন্ধেবেলায় জলখাবার এ বা রাতের খাবারে খাওয়া যায় যা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে।

চিকেন মোমো (chicken momo recipe in Bengali)

#GA4
#Week8
এবারের ধাঁধা থেকে আমি Steamed শব্দ টি নিয়ে এই রেসিপি টি বানিয়েছি। চিকেন মোমো সন্ধেবেলায় জলখাবার এ বা রাতের খাবারে খাওয়া যায় যা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪ জন
  1. ৩ কাপ ময়দা
  2. ১/৪ চা চামচ নুন
  3. ১/২ চা চামচ বেকিং পাউডার
  4. ১ টেবিল চামচ সাদা তেল
  5. ৩০০ গ্রাম বোনলেস চিকেন
  6. ১ টি পেঁয়াজ কুচি
  7. ১০-১২ কোয়া রসুন কোরা
  8. ১ টেবিল চামচ আদা কুচি
  9. ১/২ কাপ ক্যাপ্সিকাম কুচি
  10. ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়া
  11. স্বাদ মত নুন
  12. ২ টেবিল চামচ সোয়া সস
  13. ২ টি কাঁচা লঙ্কা কুচি
  14. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে ময়দা, একটু নুন, বেকিং পাউডার ও তেল ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে একটা ডো বানাতে হবে। এটি ১০ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    এবার চিকেন নুন ও গোল মরিচ গুঁড়া দিয়ে পরিমাণমতো জল দিয়ে সিদ্ধ করতে হবে।

  3. 3

    এবার চিকেন একটু ছিড়ে নিতে হবে। এর সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন, আদা, ক্যাপ্সিকাম কুচি, সোয়া সস, কাঁচালঙ্কা, সব ভালো করে মেশাতে হবে।

  4. 4

    এবার একটি পাত্রে জল ফোটাতে হবে। ওই পাত্রের ওপর একটি ছিদ্র যুক্ত প্লেট রাখতে হবে।

  5. 5

    এবার ময়দার ডো থেকে ছোটো ছোট লেচি কেটে লুচির মতো বেলতে হবে। এর ভিতর চিকেনের পুর ভরে মুখটা বন্ধ করতে হবে। এটি বিভিন্ন আকারে বানানো যায়, আমি দুটি আকার দিয়েছি।

  6. 6

    এবার এই মমোগুলি ছিদ্র যুক্ত প্লেটে রেখে ঢেকে দিতে হবে।

  7. 7

    ২০ মিনিটের মধ্যে মোমো সিদ্ধ হয়ে যাবে। মাঝে এগুলি একবার উল্টে দিতে হবে।

  8. 8

    মোমো সিদ্ধ হলে চক চকে দেখাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

Similar Recipes