বাঁধাকপির তরকারি(bandhakopir orkari recipe in Bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#ebook2
#পৌষ পার্বণ/সরস্বতী পূজা
সরস্বতী পূজার দিন সব বাড়িতেই খিচুড়ি, বাঁধাকপির তরকারি, ভাজাভুজি, কুলের চাটনি হয়ে থাকে।

বাঁধাকপির তরকারি(bandhakopir orkari recipe in Bengali)

#ebook2
#পৌষ পার্বণ/সরস্বতী পূজা
সরস্বতী পূজার দিন সব বাড়িতেই খিচুড়ি, বাঁধাকপির তরকারি, ভাজাভুজি, কুলের চাটনি হয়ে থাকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
5 সারভিংস
  1. 1 টা ছোট বাঁধাকপি
  2. 2 টিআলু
  3. 1 টিটমেটো
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচজিরে গুঁড়ো
  6. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1/2 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. 2 চা চামচচিনি
  10. স্বাদ মতো নুন
  11. প্রয়োজন অনুযায়ী জল
  12. 3টেবিল চামচসর্ষের তেল
  13. 2 টিতেজপাতা
  14. 2 টিশুকনো লঙ্কা
  15. 2 টিকাঁচা লঙ্কা
  16. 1/2 চা চামচপাঁচফোড়ন
  17. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি।

  2. 2

    আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি।

  3. 3

    কড়াইতে 1টেবিল চামচ তেল দিয়ে ভাপানো বাঁধাকপি ভেজে তুলে নিয়েছি।

  4. 4

    কড়াইতে বাকি তেল দিয়ে আলু ভেজে তুলে নিয়েছি।

  5. 5

    এবার ওই তেলেই পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, স্বাদ মতো নুন দিয়ে কষিয়ে নিয়েছি। সামান্য জল যোগ করেছি।

  6. 6

    মশলা কষানো হয়ে গেলে আলু দিয়ে কষিয়ে নিয়েছি এবং ভেজে রাখা বাঁধাকপি দিয়ে কষিয়ে সামান্য জল দিয়েছি এবং ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি।

  7. 7

    সেদ্ধ হয়ে গেলে শুকনো করে নিয়েছি এবং ওপর থেকে ঘি, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

Similar Recipes