পাকিস্তানি মটন কোর্মা (pakistani mutton korma recipe in bengali)

Sanghamitra Pathak
Sanghamitra Pathak @cook_16250308

পাকিস্তানি মটন কোর্মা (pakistani mutton korma recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 Haarlem's hr
4 সারভিংস
  1. 600 গ্রামমটন
  2. 5টিপেঁয়াজ কুচি
  3. 1/2 কাপঘি
  4. 2টেবিল চামচআদা রসুন বাটা
  5. 2 চা চামচকাঁচালঙ্কা বাটা
  6. 1/2 কাপটক দই
  7. 1 চা চামচকাজু বাটা
  8. 2 চা চামচশুকনো নারকেল কোরা
  9. 1 চা চামচজিরে গুঁড়ো
  10. 1 চা চামচধনে গুঁড়ো
  11. 1 চা চামচহলুদ
  12. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  13. স্বাদ মতোনুন
  14. 1 চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1 Haarlem's hr
  1. 1

    প্রথমে মাংস দই আদা রসুন বাটা এক চামচ ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে ভাল করে মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    করাতে ঘি দিয়ে পেঁয়াজ গুলো বাদামি করে ভেজে নিতে হবে ঠান্ডা করে পেঁয়াজ বেটে তুলে রাখতে হবে ।

  3. 3

    বেরেস্তা ভাজা তেলে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ম্যারিনেটেড মাটন দিয়ে দিতে হবে ।

  4. 4

    এবার বেরেস্তা বেরেস্তা বাটা কাজু ও নারকেল বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ।

  5. 5

    এ বার উপর থেকে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে বেশ কিছুটা গরম জল দিয়ে প্রেশার কুকারে আর তিন থেকে চারটে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে

  6. 6

    এ বার উপর থেকে মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে কেওড়া জল ও গোলাপ জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে ।নান বা গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanghamitra Pathak
Sanghamitra Pathak @cook_16250308

Similar Recipes