ছানার পায়েস(chaanar payesh recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26618514

#পূজা2020
বর্তমান চেহারা আজকের পুজো, কিন্তু বাঙালির জীবনে যে কোনও উৎসব মানেই খাওয়া। পুজোর দিনে তো পেটপুজো মাস্ট।
তাই দুর্গা উৎসব ভরে থাকুক মিষ্টি,ঝাল অম্বলে,খাদ‍্যে,পানীয়ে।

ছানার পায়েস(chaanar payesh recipe in Bengali)

#পূজা2020
বর্তমান চেহারা আজকের পুজো, কিন্তু বাঙালির জীবনে যে কোনও উৎসব মানেই খাওয়া। পুজোর দিনে তো পেটপুজো মাস্ট।
তাই দুর্গা উৎসব ভরে থাকুক মিষ্টি,ঝাল অম্বলে,খাদ‍্যে,পানীয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪,৫ জন
  1. ১লিটারফুলক্রিম দুধ
  2. স্বাদ মতোমিষ্টি
  3. ১০টাআমন্ড কুচি
  4. পরিমান মতোপেস্তা কুচি
  5. পরিমাণ মতোকিসমিস
  6. ২০০ গ্রামকনন্ডেসড মিল্ক বা মিল্ক পাউডার
  7. ১ চিমটিকেশর
  8. ২চা চামচ সাদা ভিনিগার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    দুধ ১ লিটার

  2. 2

    একটি প‍্যানে ১লিটার দুধ জালে বসাতে হবে।

  3. 3

    এর মধ‍্যে ১/২ লিটার দুধ ভিনিগার দিয়ে ছানা কেটে নিতে হবে।ছানা ছেকে সঙ্গে সঙ্গে জলে ধুয়ে নিতে হবে যাতে ছানার টক ভাব চলে যায়।

  4. 4

    ছানার জল ঝরিয়ে একটা সাদা পরিষ্কার কাপরে বেধে ২ ঘন্টা জল ঝরানোর জন‍্য ঝুলিয়ে রাখতে হবে।জল ঝরানো ছানা একটা প্লেটে নিয়ে খুব ভালো করে ডোলে সামান‍্য গুরো চিনি দিয়ে মেখে ছোট ছোট ছানার বল বানিয়ে নিতে হবে। বাকি ১/২ লিটার দুধে কনন্ডেস মিল্ক দিয়ে জাল দিয়ে ঘনো করে নিতে হবে।এবার ছানার বল দুধে দিয়ে বেশ কিছু সময় ফোটার পর চিনি,তেজ পাতা দিয়ে আরো ৫,৭ মিনিট ফুটিয়ে দুধে ভেজানো কেশর দিতে হবে।

  5. 5

    কেশর দুধের রং এবং সুগন্ধ দুটোই আনে। পছন্দ মনে করলে এলাচ গুরো দিতে পারেন। এবার নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করলেই হয়ে গেলো ছানার পায়েস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26618514

Similar Recipes