দ্ই সালাড।(doi salad recipe in bengali)

Srimati Mukherjee
Srimati Mukherjee @cook_23431451

দ্ই সালাড।(doi salad recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট।
২জন।
  1. ২বা৩ টি শসা
  2. ১/২ চা চামচ মরিচ
  3. ১/২ চা চামচ বিট নুন
  4. ১.৫ টেবিল চামচ টক দই
  5. পরিমাণ মতোজলজিরা প্যাকেট
  6. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট।
  1. 1

    প্রথমে শসা ও পেঁয়াজ ভালো করে ধুয়ে নিন ।তারপর জল ঝরিয়ে নিন ।পেঁয়াজ ও শসা লম্বা করে কেটে নিতে হবে ।

  2. 2

    তারপর তাতে মাপ অনুযায়ী টক দই,বীটনুন,গোলমরিচ জলজিরা ভালো করে মাখতে হবে ।

  3. 3

    স্বাদ মতো নুন দিতে হবে ও এই সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন । খুব কম সময় অথচ তাড়াতাড়ি এই সালাড রেডি করা যায় ।আমার কাছে সময় কম থাকায় আমি এই সালাড তাড়াতাড়ি রেডি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimati Mukherjee
Srimati Mukherjee @cook_23431451

Similar Recipes