ম‍্যারিনেটেড ফ্রাইড ফিশ উইথ লেমন বাটার স‍স(Marinated Fried Fish with lemon butter sauce recipe)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#ebook2
বাঙালির বারোমাষে,তেরো পার্বণ।আর এখন সামনেই ভাইফোঁটা।কতো ভাইবোনেরা আবার দেশের বাইরে ও থাকে তাই আমার ইচ্ছে দেশিখাবার কে যদি একটু অন‍্যরকম ভাবে পরিবেষণ করলে কেমন হয়,চলুন দেখেনেওয়া যাক-

ম‍্যারিনেটেড ফ্রাইড ফিশ উইথ লেমন বাটার স‍স(Marinated Fried Fish with lemon butter sauce recipe)

#ebook2
বাঙালির বারোমাষে,তেরো পার্বণ।আর এখন সামনেই ভাইফোঁটা।কতো ভাইবোনেরা আবার দেশের বাইরে ও থাকে তাই আমার ইচ্ছে দেশিখাবার কে যদি একটু অন‍্যরকম ভাবে পরিবেষণ করলে কেমন হয়,চলুন দেখেনেওয়া যাক-

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২,জন
  1. ৪ টি ভেটকি মাছের ফিলে
  2. ১ চা চামচ লেবুর রস,গন্ধরাজ হলে ভালো হয়
  3. ৩ টে কাঁচালঙ্কা
  4. ১ চা চামচধনেপাতা বাটা
  5. ১/২ চা চামচ রসুন বাটা
  6. ১ টা ছোট পেঁয়াজ
  7. ১/২ চা চামচআদা বাটা
  8. স‍্যালাডের জন‍্য 👇
  9. ১/২ গাজর কুচি
  10. ১/২ ক‍্যাপসিকাম কুচি
  11. ১/২ শসা কুচি
  12. ৪টেকাঁচালঙ্কা
  13. ৩ টে সেদ্ধ আলু
  14. প্রয়োজন মতপালংশাক
  15. ১/৪ চা চামচকালো জিরে
  16. ৩ টে শুকনো লঙ্কা
  17. প্রয়োজন মতোমাখন অথবা ঘি
  18. ৫ চা চামচ ময়দা
  19. স্বাদ মতো নুন
  20. ৩ চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    পালং শাক খুব ছোট করে কেটে ধুয়ে নিতে হবে।গাজর,শসা,ক‍্যাপসিকা ধুয়ে,পাতলা লম্বা করে কেটে নিতে হবে।পেঁয়াজ গোল করে কেটে নিতে হবে।

  2. 2

    ধনেপাতা,কাঁচালঙ্কা আদা পিঁয়াজ,রসুন সব এক সঙ্গে মিক্সিতে পিসে নিতে হবে।

  3. 3

    বাটা মশলা,নুন লেবুর রস দিয়ে মাছের ফিলে ২০ মিনিট ম‍্যারিনেট করে রাখতে হবে।

  4. 4

    এবার কড়াই আঁচে বসিয়ে ২ চামচ তেল গরম করে কালোজিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে,কোচানো শাক দিতে হবে।

  5. 5

    আবার কড়ায়ে বেশিকরে তেল গরম করতে হবে।একটি প্লেটে শুকনো ময়দাতে একটু নুন মিশিয়ে নিতে হবে। এবার ম‍্যারিনেট করা মাছ গুলো ময়দাতে কোট করে লাল করে ভেজে তুলতে হবে।

  6. 6

    ১চামচ মাখন গরম করে তাতে লেবুর রস,গোলমরিচ গুরো দিয়ে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    আবার কড়ায়ে ১চামচ মাখন গরম করে শুকনো লঙ্কা,রসুন ভেজে নুন দিয়ে সেদ্ধ আলু মেখে নিতে হবে।

  8. 8

    এবার ছবির মতো শাক আর আলুর বেড তৈরি করে তার উপর ফ্রাই করা মাছ ও স‍্যলাড সাজিয়ে উপর থেকে লেমন বাটার স‍্যস ঢেলে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

Similar Recipes