পটল পোস্ত (patol posto recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

এটা আমার খুব প্রিয় একটি রেসিপি, গরম ভাত ,রুটি, লুচি সবতাতেই ভালো লাগে

পটল পোস্ত (patol posto recipe in Bengali)

এটা আমার খুব প্রিয় একটি রেসিপি, গরম ভাত ,রুটি, লুচি সবতাতেই ভালো লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্ৰামপটোল
  2. ১টিআলু
  3. ১চা চামচআদা বাটা
  4. ১.৫চা চামচলঙ্কা বাটা
  5. ৪টেবিল চামচপোস্ত বাটা
  6. ৫টেবিল চামচভাজার জন্যে সাদা তেল
  7. ২ টেবিল চামচ সর্ষের তেল
  8. স্বাদমতোনুন
  9. ১চা চামচচিনি
  10. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  11. ১/২কাপজল
  12. ২ টি সাজানোর জন্যে লঙ্কা
  13. ১/২ চা চামচ পাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে গোটা পটোল খোসা ছাড়িয়ে মাথার দিকে একটু চিরে নিতে হবে যাতে নুন ঢোকে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে পটোল গুলো একটু নুন ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে

  3. 3

    এবার কড়াইয়ে সরযের তেল গরম করে পাচফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে সেদ্ধ টুকরো আলু দিয়ে ভেজে নিয়ে পোস্ত বাটা,লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভাজা হলে একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভাজা পটোল দিয়ে, নুন,চিনি দিয়ে পটোল পোস্তর মধ্যে ভালো করে মিশে গেলে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে।

  4. 4

    এবার ঝোল প্রায় শুখিয়ে এলে অল্প আটা ছড়িয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার প্লেটে ঢেলে লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes