গুড়ের পায়েস (jaggery payesh recipe in Bengali)

Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

#GA4
#week15

এবার খুব সহজ একটা রেসিপি বানিয়েছি।শীতকালে আমরা সবাই বানাই।গুড়ের পায়েস।শীতকালেই এই গুড় পাওয়া যায়।খেতেও খুব সুস্বাদু।

গুড়ের পায়েস (jaggery payesh recipe in Bengali)

#GA4
#week15

এবার খুব সহজ একটা রেসিপি বানিয়েছি।শীতকালে আমরা সবাই বানাই।গুড়ের পায়েস।শীতকালেই এই গুড় পাওয়া যায়।খেতেও খুব সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 মিলিদুধ
  2. 1/2 কাপগোবিন্দ ভোগের চাল
  3. স্বাদ মতোগুড়
  4. 4 চা চামচকনডেন্সড মিল্ক
  5. 4 টাএলাচ
  6. 15 টাকাজুবাদাম
  7. 15 টাকিসমিস
  8. 1/2 চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেই দুধ গরম করে একটু ঘন করে নিতে হবে।কাজুবাদাম, কিসমিস জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর চাল ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।তারপর একটু হাতে ঘি নিয়ে চালে মাখিয়ে রাখতে হবে।

  3. 3

    দুধে এলাচ দিয়ে ফোটাতে হবে অনবরত হাতা দিয়ে নাড়তে হবে যাতে দুধ লেগে না যায়।

  4. 4

    এবার চাল টা দুধে দিতে হবে একটু একটু করে।

  5. 5

    ভালো করে দুধটা ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত চাল অর্ধেক সেদ্ধ হয়

  6. 6

    এবার 4চামচ কনডেন্স মিল্ক আগে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করা গুড় দুধের মধ্যে দিতে হবে আর ভালো করে মেশাতে হবে।

  7. 7

    অনবরত নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায়, এবার ভিজিয়ে রাখা কাজুবাদাম, কিসমিস দিতে হবে

  8. 8

    চাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে।তাহলেই রেডি গুড়ের পায়েস। ঠান্ডা করে গোলাপের পাড়ি ছড়িয়ে সুন্দর করে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

Similar Recipes