নারকেলের পুরভরা সুজির কাঁকড়া পিঠা (kakara pitha recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#GA4
#week16
এই সপ্তাহে র ধাঁধা র থেকে আমি orissa শব্দটি বেছে নিয়েছি। এইটি একটি উরিষ্যার ট্রাডিশনাল খাবার ।

নারকেলের পুরভরা সুজির কাঁকড়া পিঠা (kakara pitha recipe in Bengali)

#GA4
#week16
এই সপ্তাহে র ধাঁধা র থেকে আমি orissa শব্দটি বেছে নিয়েছি। এইটি একটি উরিষ্যার ট্রাডিশনাল খাবার ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩ জন
  1. ১/২ কাপ সুজি
  2. ১/২ কাপ নারকেল কোরা
  3. ৪-৫ টেবিল চামচ চিনি
  4. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  5. ১ টেবিল চামচ ঘি
  6. ১ চিমটি নুন
  7. ৩/৪ কাপ জল
  8. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে একটা কড়াইতে নারকেল কোরা আ, ৪ টেবিল চামচ চিনি একসাথে মিশিয়ে ৫-৭ মিনিট পাক দিতে হবে। একটু আঠা আঠা হলে গেলে নামিয়ে নিতে হবে।

  2. 2
  3. 3

    তারপর একটা কড়াইতে জল গরম বসিয়ে তাতে নুন,১ টেবিল চামচ চিনি আর ১/২ টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নিতে হবে। জলটা ফুটে উঠলে অল্প অল্প করে সুজি দিয়ে নাড়তে হবে। এলাচ গুড়োটা ছড়িয়ে দিতে হবে।

  4. 4
  5. 5

    নাড়তে নাড়তে শুকিয়ে দলা পাকিয়ে গেলে গেস বন্ধ করে নামিয়ে নিতে হবে। তারপর হাতে একটু ঘি লাগিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

  6. 6

    তারপর মাঝারি সাইজের লেচি করে নিতে হবে ।তারপর একটা লেচি হাত দিয়ে লুচির মতো ছড়িয়ে নিয়ে মাঝখানে চামচ দিয়ে নারকেলের পুরটা ভরে মুখবন্ধ করে একটু চেপে গোল করে নিতে হবে ।

  7. 7

    এইভাবে সব পিঠে গুলো বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে পিঠে গুলো একটু সময় নিয়ে দুপিঠ লাল করে ভেজে নিতে হবে ।

  8. 8
  9. 9

    তারপর গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes