কাঠের জাল এ দেশী মুরগি র মাংস কষা (desi moorgi kosha recipe in Bengali)

Ranita Ray
Ranita Ray @cook_27505192



দেশী মুরগি র মাংসও আজ সকলে খুব ভালো খেলো।

কাঠের জাল এ দেশী মুরগি র মাংস কষা (desi moorgi kosha recipe in Bengali)



দেশী মুরগি র মাংসও আজ সকলে খুব ভালো খেলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪ জন
  1. ৫০০ গ্রাম দেশী মুরগি মাংস
  2. ৪ টে আলু
  3. ২ টো বড়ো ধনে পাতা
  4. ১ টা টমেটো
  5. ১ কাপ তেল
  6. ২ টো শুকনো লঙ্কা
  7. ১ চা চামচ গোটা জেরে
  8. ২ চা চামচ লবণ
  9. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ৪ চা চামচ জিরে বাটা
  11. ৪ টেকাঁচা লঙ্কা বাটা
  12. ২ টো তেজ পাতা
  13. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  14. ২ চা চামচ চিকেন মশলা
  15. ১০ কোয়া রসুন
  16. ৪টুকরো আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    রসুন বেটে নিলাম,আদা বেটে নিলাম, জীরে বেটে নিলাম,কাচা লঙ্কা বেটে নিলাম।

  2. 2

    সর্ষের তেল খুব ভালো করে গরম হলে, শুকনো লঙ্কা,আস্ত জেরে,তেজ পাতা,ফোড়ন দিলাম।সাথে দিয়ে দিলাম,আদা বাটা,রসুন বাটা,লঙ্কা বাটা,পিয়াজ কুচি,ভালো ভাবে কষিয়ে নেবো।

  3. 3

    অন্য কড়াই তে তেল গরম করে,লবণ,হলুদ দিয়ে আলু গুলো খুব ভালো ভাবে ভেজে নিলাম,বাদামি করে।

  4. 4

    তেলে,লবণ,হলুদ দিয়ে কষিয়ে নিলাম।ধুয়ে,জল ঝরিয়ে নিয়ে,রাখা মাংস দিয়ে দিলাম ও কষাতে লাগলাম।

  5. 5

    খুব ভালো করে ১৫ মিনিট ধরে,কষাতে হবে।

  6. 6

    কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম আর ও কসালান।

  7. 7

    কষান হলে গেলে ঢেকে দিলাম ৫ মিনিট।৫ মিনিট পরে দুটো বড়ো ধনে পাতা দিয়ে আবার ৫ মিনিট ধরে কষিয়ে নিলাম।

  8. 8

    ভেজে রাখা আলু দিয়ে দিলাম,কোষলম।

  9. 9

    ২ চামচ চিকেন মসলা দিলাম। কষলম।

  10. 10

    গরম মসলা গুঁড়া মিশিয়ে দিলাম।

  11. 11

    গরম গরম পরিবেশন করলাম রুটি বা গরম ভাতে র সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ranita Ray
Ranita Ray @cook_27505192

Similar Recipes