ডিম সুন্দরী পাটিসাপটা (Dim Sundori Patisapta recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

#সংক্রান্তির। পিঠে-পুলি মানেই আদরের,স্নেহের আর ভালবাসার স্পর্শ।খাওয়ার সঙ্গে এই মধুর পরশটুকু জুড়ে থাকে বলেই যেন তা হয়ে ওঠে তুলনাহীন।সংক্রান্তিতে পুণ্যস্নানের মাহাত্ম্য অসীম।মকর সংক্রান্তি নতুন ফসলের উৎসব ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের কাছে 'উত্তরায়ণের সূচনা' হিসেবে পরিচিত। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উত্‍সব পালন করা হয়

ডিম সুন্দরী পাটিসাপটা (Dim Sundori Patisapta recipe in Bengali)

#সংক্রান্তির। পিঠে-পুলি মানেই আদরের,স্নেহের আর ভালবাসার স্পর্শ।খাওয়ার সঙ্গে এই মধুর পরশটুকু জুড়ে থাকে বলেই যেন তা হয়ে ওঠে তুলনাহীন।সংক্রান্তিতে পুণ্যস্নানের মাহাত্ম্য অসীম।মকর সংক্রান্তি নতুন ফসলের উৎসব ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের কাছে 'উত্তরায়ণের সূচনা' হিসেবে পরিচিত। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উত্‍সব পালন করা হয়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
১০ জনের জন্য
  1. ৪ টে ডিম
  2. ৩ কাপ ময়দা
  3. ১/২ লিটার আমূল তাজা লিকুইড দুধ
  4. ১.৫ কাপচিনি
  5. ১.৫ কাপ তেল (সোয়াবিন বা অলিভ)
  6. ১/২ চা চামচভ্যানিলা এসেন্স
  7. ২ টেবিল চামচ চিনি
  8. ২ চা চামচ ভাজার জন্য তেল
  9. পরিমান মতো৩ রকমের ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    একটা বাটিতে তিনটে ডিম ফাটিয়ে নিয়ে কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এবার ডিম ফাটানোর সঙ্গে দেড় কাপ চিনি ভালোভাবে মেশাতে হবে।

  3. 3

    এবার দেড় কাপ তেল মেশাতে হবে।

  4. 4

    এখন দুধ ও ময়দা একটু একটু দিয়ে মেশাতে হবে।

  5. 5

    সবশেষে ভ্যানিলা এসেন্স ভালোভাবে ব্যাটারের সঙ্গে মেশাতে হবে।

  6. 6

    15 মিনিট ঢাকা দিয়ে রেখে চারটে বাটিতে সমান ভাগে ভাগ করে নিতে হবে।

  7. 7

    এবার তিনটে বাটিতে তিন রকমের ফুড কালার মেশাতে হবে।

  8. 8

    এবার একটা পাত্রে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে তারপর দু-চামচ চিনি ভালোভাবে মেশাতে হবে।

  9. 9

    এবার প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে ডিমটা ভেজে তুলে নিতে হবে (পাতলা করে)।

  10. 10

    তারপর আবার তেল ব্রাশ করে সাদা ব্যাটারটা থেকে কিছুটা দিয়ে পাতলা করে দু পিঠই ভাল করে ভেজে তুলতে হবে কিন্তু পুরে যেন না যায়। ডিম ভাজার কিছুটা অংশ বের করে তার উপরে সাদা রুটি টা রেখে টাইট করে রোল করে দিতে হবে। এইভাবে এক এক করে লাল ও সবুজটাও এরকম ভাবেই করতে হবে।

  11. 11

    তারপর সাইটগুলো চাকু দিয়ে কেটে গোল গোল পিস করে নিতে হবে। তারপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes