সর্ষে ঝিঙ্গা চিংড়ি

Joyeeta Polley
Joyeeta Polley @cook_15449072
Jacksonville FL

খুব সহজে কম সময়ে বানিয়ে নিন ক্ল্যাসিক এই রান্নাটি। শুধু গরম ভাত দিয়েই এই রান্নাটি পরিবেশন করতে পারেন।

সর্ষে ঝিঙ্গা চিংড়ি

খুব সহজে কম সময়ে বানিয়ে নিন ক্ল্যাসিক এই রান্নাটি। শুধু গরম ভাত দিয়েই এই রান্নাটি পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জনের জন্য
  1. ৪০০ গ্রাম চিংড়ি মাছ
  2. ৩০০ গ্রাম ঝিঙে লম্বা করে কাটা
  3. ২ টেবিল চামচ কালো সর্ষে
  4. ১ টেবিল চামচ সাদা সর্ষে
  5. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  6. ৪-৫ টি চেরা কাঁচা লঙ্কা
  7. ১ চা চামচ কাঁচা লংকা বাটা
  8. ১ চা চামচ হলুদ গুঁড়া
  9. ১/২ চা চামচ লংকা গুড়ো
  10. স্বাদমতো লবণ ও চিনি
  11. 1 চিমটিকালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ পরিষ্কার করে লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ১০ মিনিট।

  2. 2

    ঝিঙে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিন। পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।

  3. 3

    প্যানে তেল গরম করে চিংড়ি মাছ গুলো ভেজে নিন। খুব কড়া করে ভাজবেন না, হালকা ভেজে তুলে রাখুন

  4. 4

    এর পর ওই তেলের মধ্যে আরেকটু তেল যোগ করে কালো জিরে কাঁচালঙ্কা ফোড়ণ দিন।

  5. 5

    একটি ছোটো ব্লেন্ডার কাপের মধ্যে আগে থেকে দুরকম সর্ষে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। ৩-৪ ভার জল পাল্টে দিন। বাটার সময় এক চিমটি লবণ ও কাঁচা লংকা দিয়ে মিহি পেস্ট করে নিন। এতে সর্ষের তেতো ভাব থাকবে না।

  6. 6

    ফোড়ন থেকে কালো জিরার গন্ধ বেরোলে ঝিঙে গুলো দিয়ে দিন। হালকা ভেজে নিন।

  7. 7

    এবার ওর মধ্যে চিংড়ি মাছ, হলুদ, লংকা গুড়ো দিয়ে নেড়ে চেড়ে জল দিন। পাত্রের ঢাকনা বন্ধ করে ৭-৮ মিনিট ফুটতে দিন।

  8. 8

    একেবারে শেষ পর্যায়ে সর্ষের পেস্ট দিন। একটু নেড়ে নেড়ে চেড়ে ফুটতে দিন। ওপর থেকে কাঁচা লংকা ও সর্ষের তেল ছড়িয়ে দিন। ঢাকনা বন্ধ করে গ্যাস অফ করুন। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম এ রেখে নামিয়ে নিন

  9. 9

    গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Joyeeta Polley
Joyeeta Polley @cook_15449072
Jacksonville FL
Stay at home mom, Passionate foodie, Home chef
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes