হার্ট সেপড্ কচুরি (Heart shaped Kachori recipe in Bengali)

Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata

#Heart

ভালোবাসার দিন গুলো সুন্দর করে সাজিয়ে তুলুন বাড়ির তৈরী খাবার দিয়ে।

হার্ট সেপড্ কচুরি (Heart shaped Kachori recipe in Bengali)

#Heart

ভালোবাসার দিন গুলো সুন্দর করে সাজিয়ে তুলুন বাড়ির তৈরী খাবার দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 সারভিংস
  1. 1 কাপময়দা
  2. 1 কাপকরাইশুঁটি
  3. 1 চা চামচজিরা গুঁড়ো
  4. 1 চা চামচধনে গুঁড়ো
  5. 1 চা চামচআমচুর পাউডার
  6. 1/2 চা চামচচিনি
  7. 2 টাকাঁচা লংকা
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. প্রয়োজন মতো তেল
  10. পরিমাণ মতো জল
  11. প্রয়োজন মতগ্রিন ফুড কালার (অপসনাল)

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে করাই তে 1 চা চামচ তেল দিয়ে করাইশুঁটি দিয়ে, তার মধ্যে নুন, চিনি, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার মিশিয়ে 2 মিনিট মত নেড়ে নামিয়ে নিতে হবে।

  2. 2

    এবার করাইশুঁটির মিশ্রণ ঠান্ডা হলে দুটো কাঁচা লংকা দিয়ে বেটে নিতে হবে।

  3. 3

    এবার ময়দার সাথে করাইশুটির বাটা, ফুড কালার আর জল দিয়ে মেখে রেখে দিতে হবে 15 মিনিট ।

  4. 4

    এবার ময়দা মাখা থেকে ছোট ছোট গোল করে নিয়ে, রুটির মত বেলে হার্ট সেপড্ কাটার দিয়ে কেটে নিতে হবে, বা ছুরি দিয়ে কেটে নিতে হবে।

  5. 5

    করাই তে তেল দিয়ে, গরম হলে ভেজে তুলে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata
আমি একজন হোমমেকার, রান্না করতে খুব ভালোবাসি, রান্না করে মানুষকে খাওয়াতে ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes