ফেলাফেল কাটলেট(falafel cutlet in bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#Heart
ভালবাসা এমন এক অনবদ্য অনুভূতি যা অসাধ্য কে সাধ্যে পরিণত করতে আপ্রাণ চেষ্টা করে নিজের প্রিয়জনের জন্য। সন্ধ্যার স্ন্যাক্সে আজ নিয়ে এলাম কালো ছোলার বানানো আরব দেশের এই অভিনব কাটলেট, যা শুধু মনমাতানো স্বাদেই পরিপূর্ণ নয়, রক্তে আয়রনের পুষ্টি যোগান দিতেও সাহায্যকারী।

ফেলাফেল কাটলেট(falafel cutlet in bengali)

#Heart
ভালবাসা এমন এক অনবদ্য অনুভূতি যা অসাধ্য কে সাধ্যে পরিণত করতে আপ্রাণ চেষ্টা করে নিজের প্রিয়জনের জন্য। সন্ধ্যার স্ন্যাক্সে আজ নিয়ে এলাম কালো ছোলার বানানো আরব দেশের এই অভিনব কাটলেট, যা শুধু মনমাতানো স্বাদেই পরিপূর্ণ নয়, রক্তে আয়রনের পুষ্টি যোগান দিতেও সাহায্যকারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6জন
  1. 1/2 কাপকালো ছোলা রাতভর ভিজিয়ে সেদ্ধ করা
  2. 1 ইঞ্চিআদা
  3. 6-8 কোয়ারসুন কুচি
  4. 1 টাবড় পেঁয়াজ কুচি
  5. 2টোকাঁচা লঙ্কা কুচি
  6. 4-6 চা চামচধনেপাতা কুচি
  7. 4 চা চামচলেবুর রস
  8. 1 চা চামচভাজা মসলা
  9. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 1/2 চা চামচযোয়ান
  11. 1/4 কাপবিস্কুট গুঁড়ো
  12. 1/2 কাপতেল
  13. স্বাদ মতো লবণ

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ছোলা রাতভর ভিজিয়ে কুকারে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ ছোলা আর আদা - রসুন কুচি মিক্সিতে দিয়ে পিষে নিতে হবে।বেশী মিহি যেন না হয়। একটু দানা দানা থাকবে।

  2. 2

    পিষে নেওয়া ছোলার সাথে যোয়ান লঙ্কা গুঁড়ো ভাজা মসলা মিক্সিতে দিয়ে মিশিয়ে নিতে হবে।এবার একটা বড় বাটিতে পেষানো ছোলা নিয়ে লবণ লেবুর রস আর বিস্কুট এর গুঁড়ো মিশিয়ে দিতে হবে।

  3. 3

    এবার এতে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচি মিশিয়ে আটা মাখার মতো একটা মন্ড বানিয়ে নিতে হবে।সেই মন্ড থেকে লুচির মতো ছোট ছোট লেচি কেটে হার্ট শেপ করে বানিয়ে নিতে হবে। আমার কাছে কুকী কাটার ছিল না। আপনারা কুকী কাটারের সাহায্যে কেটে নিতে পারেন। তারপর কড়াইতে তেল গরম করে কাটলেট গুলো ভেজে নিতে হবে।চা কফির সাথে সস এর সাথে পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

Similar Recipes