রসগোল্লা (Rasagolla recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#ফেব্রুয়ারি৫
ছোট থেকে বড়ো রসগোল্লা সবাই ভালোবাসে । আমি আজ রসগোল্লা রেসিপি শেয়ার করবো ।

রসগোল্লা (Rasagolla recipe in bengali)

#ফেব্রুয়ারি৫
ছোট থেকে বড়ো রসগোল্লা সবাই ভালোবাসে । আমি আজ রসগোল্লা রেসিপি শেয়ার করবো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
3 জন
  1. 1.5 লিটারফুল ফ্যাট দুধ
  2. 2 টোকাগজি
  3. 3 কাপচিনি
  4. 2 টিএলাচ থেঁতো
  5. 1 চা চামচসুজি
  6. 1 চা চামচকর্নফ্লাওয়ার
  7. 1 চা চামচময়দা

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে দুধ গরম করে কাগজির রস দিয়ে দুধ থেকে ছানা কেটে নিতে হবে । এবার ছানাটা ছেকে ভালো করে ধুয়ে,পরিস্কার সুতির কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে প্রায় 1 থেকে 2 ঘন্টা ।

  2. 2

    2 ঘন্টা পর ছানাটা হাতের তালুর সাহায্যে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে তার সাথে 1 চা চামচ সুজি,ময়দা, কর্নফ্লাওয়ার ও চিনি গুঁড়ো মিশিয়ে ভালো খুব করে মেখে নিতে হবে ।

  3. 3

    এবার ছানার মিশ্রণ থেকে ছোট ছোট গোল গোল বল বানিয়ে নিতে হবে । একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ও থেঁতো এলাচ দিয়ে ফুটতে দিতে হবে ।

  4. 4

    সব চিনি গলে গিয়ে রসটা ভালো করে ফুটে উঠলে, তখন তার মধ্যে এক এক করে ছানার বলগুলো দিতে হবে । দশমিনিট বেশি আঁচে ফোটার পর,আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আরও 12 মিনিট ফুটতে দিতে হবে ।তারপর গ্যাস বন্ধ করে ঢাকা অবস্থায় রেখে ঠাণ্ডা করে নিতে হবে ।

  5. 5

    এবার তৈরী আমার সুস্বাদু নরম তুলতুলে রসগোল্লা । আমি কেশর দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি ।

  6. 6
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes