কষে কষা (Koshe kosha recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#wd
আমার মা মিতা রায় আমার কাছে শ্রেষ্ঠ মহিয়সী নারী । ঘর ও বাইরে কি করে সমান তালে মাথা ঠান্ডা রেখে চালাতে হয় আমি ওনাকে দেখে শিখেছি আর আজ‌ও শিখে চলেছি । আজ এই নারী দিবসে আমার মাকে আমার প্রনাম জানিয়ে তাঁঁর‌ই কাছ থেকে শেখা তাঁর প্রিয় পদটি তাঁকে উৎসর্গ করলাম ।

কষে কষা (Koshe kosha recipe in Bengali)

#wd
আমার মা মিতা রায় আমার কাছে শ্রেষ্ঠ মহিয়সী নারী । ঘর ও বাইরে কি করে সমান তালে মাথা ঠান্ডা রেখে চালাতে হয় আমি ওনাকে দেখে শিখেছি আর আজ‌ও শিখে চলেছি । আজ এই নারী দিবসে আমার মাকে আমার প্রনাম জানিয়ে তাঁঁর‌ই কাছ থেকে শেখা তাঁর প্রিয় পদটি তাঁকে উৎসর্গ করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জনের
  1. 500 গ্রামচিকেন
  2. 1/2 কাপটক দ‌ই
  3. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  4. 1 চা চামচধনে গুঁড়ো
  5. 1/4 চা চামচ জিরে গুঁড়ো
  6. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  7. 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. 1 টা বড়বড় পেঁয়াজ কুচি
  9. 1 টা ছোটছোট টমেটো পেস্ট
  10. 1 চা চামচআদা বাটা
  11. 1 চা চামচ রসুন বাটা
  12. 1 টুকরোদারচিনি
  13. 4 টেছোট এলাচ
  14. 2 টোশুকনো লঙ্কা
  15. 1 টেবিল চামচঘি
  16. পরিমাণ মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সব উপকরন এক জায়গায় নিতে হবে । টমেটো পেস্ট করে রাখতে হবে ।

  2. 2

    দ‌ই, সব বাটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিট ।

  3. 3

    কড়ায় তেল গরম করে দারচিনি, ছোট এলাচ, শুকনো লংকা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে । পেঁয়াজ হালকা বাদামী হ‌ওয়া পর্যন্ত ভাজতে হবে ।

  4. 4

    এবার এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে কসাতে হবে ।

  5. 5

    এরপর এর মধ্যে মশলা মাখানো চিকেন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কসাতে হবে । তেল ছেড়ে এলে ঘী ছড়িয়ে নামাতে হবে । এই রান্নায় কোন জল দেওয়া যাবে না ।

  6. 6

    গরম ভাতের সাথে সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes