পিজ্জা মেনিয়া(pizza mania recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#আমার প্রথম রেসিপি
পিজ্জা ইটালিয়ান খাবার হলেও বাঙালির মনে এখনো অনেকটাই জায়গা করে নিয়েছে। ছোট থেকে বড় সবারই খাবারটি খুব পছন্দের।আশাকরি সবারই ভাল লাগবে।

পিজ্জা মেনিয়া(pizza mania recipe in Bengali)

#আমার প্রথম রেসিপি
পিজ্জা ইটালিয়ান খাবার হলেও বাঙালির মনে এখনো অনেকটাই জায়গা করে নিয়েছে। ছোট থেকে বড় সবারই খাবারটি খুব পছন্দের।আশাকরি সবারই ভাল লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সব মিলিয়ে 1 ঘন্টা
চারজন
  1. 3 কাপময়দা
  2. পরিমাণ মতটপিং এর জন্য বেলপেপার,পেঁয়াজ, টমেটো, পনির ক্যাপ্সিকাম, চিকেন যেটা ইচ্ছা
  3. 1 কাপ টক দই
  4. 1 চা চামচ বেকিং পাউডার
  5. 1/2 চা চামচবেকিং সোডা
  6. 1-2 টেবিল চামচ সাদা তেল বা ঘি )
  7. স্বাদ মত নুন
  8. প্রয়োজন মত হোয়াইট সস টমেটো সস (দুটোই বাড়িতে বানানো)

রান্নার নির্দেশ সমূহ

সব মিলিয়ে 1 ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা ও টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা, ঘি, আন্দাজ করে নুন দিয়ে ভাল করে মেখে,ডো বানিয়ে,ভেজা কাপড় দিয়ে জড়িয়ে কোটর মধ্যে আটকে একটু গরম জায়গায় রেখে দিতে হবে।

  2. 2

    এক ঘন্টা পর ডো বার করে ভালো করে আবার মেখে নিয়ে, বেলে নিয়ে গোলাকার সেপ দিতে হবে।খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে ন। এরপর কাঁটাচামচ দিয়ে ছোট ছোট ফুটো করে দিতে হবে,যাতে ফুলে না ওঠে। এবার বেসের ওপর মাখিয়ে দিতে হবে হোয়াইট সস, টমেটো সস।

  3. 3

    টপিং হিসেবে চিকেন দিলে সেটা আগে আদা, রসুন মাখিয়ে রাখতে হবে। বাকি উপকরণ এর জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে, কেটে রাখা পেঁয়াজ, বেল পেপার ক্যাপ্সিকাম, হালকা ভেজে নিতে হবে। পনির হলে সামান্য জিরেগুঁড়, লঙ্কাগুঁড়ো, লবণ সহযোগে ভাজতে হবে। চিকেন হলেন ম্যারিনেট করে রাখা চিকেন গুলি, আন্দাজমতো নুন, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মসলা সহযোগে চিকেন সিদ্ধ না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর টপিং গুলো সাজিয়ে দিতে হবে।

  4. 4

    এরপর যতটা ইচ্ছা চিজ দিয়ে, সরাসরি গ্যাস ওভেনে বা লবণের বেস করে গ্যাস ওভেনে, মাইক্রোওভেন থাকলে, ওভেনটি প্রিহিট করে মোটামুটি আধ ঘন্টার জন্য দিয়ে দিন কনভেকশন মোডে।

  5. 5

    পিজ্জা রেডি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

Similar Recipes