বাহারি ইলিশ (Bahari ilish recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

#LS

বাহারি ইলিশ (Bahari ilish recipe in Bengali)

#LS

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 500 গ্রামইলিশ মাছের গাদা পেটি
  2. 100 গ্রামদই
  3. 1 চা চামচসাদা সর্ষে
  4. 1 চা চামচকালো সর্ষে
  5. 1 চা চামচপোস্ত
  6. 1 চা চামচহলুদ
  7. 1 চা চামচচিনি
  8. 2টেবিল চামচ নারকোল কোৱা
  9. স্বাদ মতনুন
  10. পরিমাণ মতরান্নার জন্য সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে রাখতে হবে। নারকোল কুড়ে নিতে হবে সরষে কাঁচা লঙ্কা পোস্ত বেটে নিয়ে শেষে নারকোল আর দই ঘুরিয়ে নিতে হবে।

  2. 2

    মাইক্রো ওভেনের প্যানে বাটা মসলা নুন মিষ্টি সরষের তেল ভালো করে ফেটিয়ে ইলিশ মাছে মাখিয়ে নিয়ে দশ মিনিট ম্যারিনেট করতে হবে।

  3. 3

    এর পর মাইক্রো ওভেনে পাঁচ মিনিট মাইক্রো করতে হবে। তারপর নামিয়ে কাঁচা লঙ্কা চেরা আর এক চামচ সরষের তেল দিয়ে আরো পাঁচ মিনিট মাইক্রো করতে হবে।

  4. 4

    নামিয়ে গরম সাদা ভাতের সাথে পরিবেশন করতে হবে।

  5. 5

    তারপর ম্যারিনেট করা মাছ মাইক্রো ওভেনে পাঁচ মিনিট মাইক্রো করতে হবে। না হলে ডবল বয়লারে পনেরো মিনিট করতে হবে।

  6. 6

    মাইক্রো থেকে নামিয়ে কাঁচা লঙ্কা চেরা আর এক চামচ সরষের তেল দিয়ে আরো একবার মাইক্রো পাঁচ মিনিট করে নিতে হবে।

  7. 7

    গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes