গোলাপ জাম (golap jam recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#celebratewithmilkmaid

সুজির নরম তুলতুলে গোলাপ জাম। খেতে অসাধারণ । একবার ট্রাই করে দেখতে পারেন।

গোলাপ জাম (golap jam recipe in bengali)

#celebratewithmilkmaid

সুজির নরম তুলতুলে গোলাপ জাম। খেতে অসাধারণ । একবার ট্রাই করে দেখতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ কাপ সুজি
  2. ১.৫ কাপ দুধ
  3. ২ টেবিল চামচ মিল্কমেইড
  4. ২ চা চামচ ঘি
  5. ১ কাপ চিনি
  6. ২ টা এলাচ
  7. ১ টুকরো দারুচিনি
  8. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে দুধ দিয়ে উষ্ণ গরম করে ওর মধ্যে ঘি ১ চা চামচ ও সুজি দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়।

  2. 2

    তারপর ওর মধ্যে মিল্কমেইড দিয়ে একটা রুটির মত ডো তৈরি করে নিতে হবে ।আর একটু ঠাণ্ডা হতে দিতে হবে।

  3. 3

    তারপর আলাদা একটা কড়াইতে চিনি,জল,এলাচ ও দারুচিনি দিয়ে একটা সিরা তৈরি করে নিতে হবে ।

  4. 4

    ডো টা একটু ঠাণ্ডা হলে হাতে ঘি লাগিয়ে ভালো করে মথে নিতে হবে আর ছোট ছোট লেচি কেটে গোল বা লম্বা সেপে বানিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর কড়াইতে তেল দিয়ে তেল হালকা গরম থাকতেই সব গোলাপ জাম গুলো লাল করে ভেজে সিরার মধ্যে ঢেলে দিতে হবে।

  6. 6

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes