চীনা বাদাম পায়েস(china badam payesh recipe in bangali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#dsr
দশমীর দিনে এমন একটি সুস্বাদু পায়েস হলে কেমন হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগে।

চীনা বাদাম পায়েস(china badam payesh recipe in bangali)

#dsr
দশমীর দিনে এমন একটি সুস্বাদু পায়েস হলে কেমন হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ লিটার দুধ
  2. ১ কাপ চীনা বাদাম
  3. ১/৪ কাপ কাজু
  4. ১/৪ কাপ বাদাম
  5. ২০ গ্রাম চাল
  6. ১/২ কাপ চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে দুধ গ্যাসে বসিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে তেজপাতা দিয়ে তারপর চালে ঘি মাখিয়ে দিয়ে চাল সেদ্ধ হতে দিতে হবে।

  2. 2

    তারপর আলাদা একটা কড়াইতে চিনা বাদাম নিয়ে ভেজে নিতে হবে আর খোসা ছাড়িয়ে মিক্সিং জারে দিয়ে পাউডার তৈরি করে নিতে হবে।

  3. 3

    তারপর কাজু ও বাদাম ও মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর তিনো পাউডার কে ঘি দিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার ভাত সেদ্ধ হয়ে গেলে ও দুধ ঘনো হয়ে আসলে চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর ওর মধ্যে ঘি তে ভেজে রাখা চিনা বাদাম,বাদাম ও কাজুর পাউডার দিয়ে মিশিয়ে নাড়তে হবে। সব ভালো করে মিশে ঘনো হলে নামিয়ে নিতে হবে। আর ঠান্ডা করে নিতে হবে।

  6. 6

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes