মিঠি ভাত (Mithi Bhat Recipe In Bengali)

Antara Roy
Antara Roy @Antara_1990
Kolkata

মিঠি ভাত (Mithi Bhat Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-৪৫ মিনিট
১-২ জন
  1. ১/২ কাপ দেরাদুন বা বাসমতি চাল
  2. ১/৮ চা চামচহলুদ গুঁড়ো
  3. ১ টুকরো দারুচিনি
  4. ২ টুকরো এলাচ
  5. ২ টুকরো লবঙ্গ (অপশনাল)
  6. ১ চুটকি কেশর
  7. ৪ চা চামচ পছন্দ মত ড্রাই ফ্রুটস কুচি
  8. ১ চিমটে নুন (অপশনাল)
  9. ১.৫ টেবিল চামচ ঘী
  10. ১/২-১কাপ দুধ
  11. ১/৪-১/২ কাপ চিনি
  12. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো (অপশনাল)

রান্নার নির্দেশ সমূহ

৪০-৪৫ মিনিট
  1. 1

    প্রথমে চাল ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    করাইতে জল গরম করে হলুদ গুরো দিয়ে ভালো করে মিশিয়ে জল ঝরিয়ে চাল ৭৫-৮০% সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে নিতে হবে।

  3. 3

    এবার ঘী গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে একটু ভেজে ওর মধ্যে দুধ ও কেশর দিয়ে ভালো করে নেড়ে চিনি ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঘন করে নিতে হবে।

  4. 4

    এবার জল ঝরিয়ে রাখা রাইস টা কড়াই এ দিয়ে হাল্কা হাতে ভালো করে মিশিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে হতে দিতে হবে ৫মিনিট।

  5. 5

    ৫ মিনিট পর ঢাকা খুলে পুরো দুধ টা টেনে ঝরঝরে হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে গ্যাস অফ করে ৫ মিনিট রেখে সার্ভ করতে হবে মিঠি ভাত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Antara Roy
Antara Roy @Antara_1990
Kolkata

Similar Recipes