মিষ্টি কুমড়োর কোফতা কারি (mishti kumror kofta curry recipe in Bengali)

শমীপর্ণা সাহা
শমীপর্ণা সাহা @Shamiparna_kitchen

মিষ্টি কুমড়োর কোফতা কারি (mishti kumror kofta curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৪-৫জন
  1. ৩৫০গ্রাম কোরানো মিষ্টি কুমড়ো
  2. ২ চা চামচ আদা বাটা
  3. ২ টো বড় টমেটো পেস্ট
  4. ১/২ কাপ টক দই
  5. পরিমাণ মততেল
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. স্বাদ মত লবণ
  8. ২ চা চামচ জিরে গুঁড়ো
  9. ২ চা চামচ ধনে গুঁড়া
  10. ২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  11. ১/২ চা চামচ গরম মশালা গুঁড়ো
  12. ১০০ গ্রাম বেসন
  13. ১/২ চা চামচ গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    ৩৫০গ্রাম কুরানো মিষ্টি কুমরো নিয়ে সেখানে ১চা চামচ জিড়াগুড়া,১ চাচামচ ধনেগুঁড়া,১চা চামচ লাল লংকা গুড়া,স্বাদ মতো লবণ,১ চা চামচ আদা বাটা,১০০ গ্রাম বেসন দিয়ে ভালো করে মাখুন।

  2. 2

    এবার করাইতে তেল গরম করে ছোট ছোট বলের আকারে ভেজে নিন

  3. 3

    এবার করাইতে ২চামচ তেল দিয়ে ১/২ চা চামচ গোটা জিড়া ফোরন দিন

  4. 4

    টমেটো পেস্ট ও ১ চা চামচ আদাবাটা দিয়ে নাড়ুন

  5. 5

    এরপর ১/২ চা চামচ হলুদগুঁড়া,স্বাদ মতো লবণ,১চা চামচ জিড়াগুড়া,১ চাচামচ ধনেগুঁড়া,১চা চামচ লাল লংকা গুড়া দিয়ে ৫মিনিট কষান

  6. 6

    ১/২ কাপ দই দিয়ে মিশিয়ে নিন

  7. 7

    ৩কাপ জল দিয়ে ফুটান

  8. 8

    ফুটে এলে ভাজা বরা গুলো দিয়ে ২মিনিট ফুটান

  9. 9

    গ‍্যাস বন্ধ করে ১/২ চাচামচ গরম মশালাগুড়া দিয়ে ৫মিনিট ঢেকে রাখুন।

  10. 10

    গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শমীপর্ণা সাহা

মন্তব্যগুলি

Similar Recipes