চিংড়ি পাতুরি (chingri paturi recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#jamai2021
জামাই আপ্যায়নে চিংড়ির একটু ভিন্ন স্বাদের এই রেসিপি থাকলে জামাই ষষ্ঠী এক্কেবারে জমজমাট।

চিংড়ি পাতুরি (chingri paturi recipe in Bengali)

#jamai2021
জামাই আপ্যায়নে চিংড়ির একটু ভিন্ন স্বাদের এই রেসিপি থাকলে জামাই ষষ্ঠী এক্কেবারে জমজমাট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম চিংড়ি
  2. ৩ টেবিল চামচ সর্ষে বাটা
  3. ২ টেবিল চামচ টক দই
  4. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  5. ৪ টি কাঁচা লঙ্কা বাটা
  6. স্বাদ অনুযায়ীলবণ
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীসামান্য চিনি
  9. ৪ টি কলাপাতা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চিংড়ি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ১৫ মিনিট রাখুন।

  2. 2

    টকদই,সর্ষে বাটা,লবণ,চিনি,হলুদ গুঁড়ো,সর্ষের তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণ এর মধ্যে চিংড়ি গুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

  3. 3

    কলাপাতা চৌকো করে কেটে তাওয়ায় একটু সেঁকে নিন।এটা করলে কলাপাতা ছিঁড়ে যাবে না।

  4. 4

    পাতার মধ্যে ৭-৮টি করে চিংড়ি দিয়ে পাতাটা মুড়ে নিয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিন।

  5. 5

    এরপর একটা বড়ো পাত্রে জল গরম করতে দিয়ে ভাপ উঠলে একটা ঝাঁঝরি বসিয়ে তার উপর পাতুরি গুলো রাখুন আর একটা ঢাকনা চাপা দিয়ে ১৫ মিনিট স্টিমে রাখুন।

  6. 6

    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি পাতুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes