সর্ষে নারকেল দিয়ে ইলিশ ভাপা(sorshe narkel diye illish bhapa recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

সর্ষে নারকেল দিয়ে ইলিশ ভাপা(sorshe narkel diye illish bhapa recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
৪ জন
  1. ৪ টুকরো মাছ
  2. ২টেবিল চামচ কালো সর্ষে
  3. ১টেবিল চামচ সাদা সর্ষে
  4. ৩টেবিল চামচ নারকেল কুচি
  5. ১/২ইঞ্চি আদা
  6. ৯-১০ টা কাঁচা লঙ্কা
  7. ২-৩ কোয়া রসুন (ঐচ্ছিক)
  8. ২ টেবিল চামচ টকদই
  9. ৩-৪টেবিল চামচসর্ষের তেল
  10. স্বাদ মতোনুন মিষ্টি

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    মাছে সামান্য নুন মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ।সমস্ত উপকরণ একসঙ্গে বেটে নিতে হবে। চাইলে ৩-৪ টে লঙ্কা গোটা রাখা যাবে।

  2. 2

    একটা টিফিন বক্সে ঐ বাটা মশলা নিয়ে তেল, নুন, মিষ্টি ভালো করে মিশিয়ে মাছ গুলো ঐ মশলায় মাখিয়ে নিতে হবে।গোটা লঙ্কা গুলো দিতে হবে।নুন মাছে আগেই কিছুটা দেওয়া আছে তাই বুঝে দিতে হবে।

  3. 3

    কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ড টা ডোবার মতো জল দিয়ে টিফিন বক্স বসিয়ে মিডিয়াম আঁচে একটা সিটি দিয়ে নিলেই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

Similar Recipes