কোকোনাট আইস ক্রিম (Coconut Ice Cream recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#br

শীত-গ্রীষ্ম 12 মাসই আইসক্রিম আমাদের সকলের খুব পছন্দের। কোরানো নারকেল দিয়ে ফ্রেশ ক্রিম এর সাথে এই আইসক্রিম বাড়িতে বানানো যায়।

কোকোনাট আইস ক্রিম (Coconut Ice Cream recipe in Bengali)

#br

শীত-গ্রীষ্ম 12 মাসই আইসক্রিম আমাদের সকলের খুব পছন্দের। কোরানো নারকেল দিয়ে ফ্রেশ ক্রিম এর সাথে এই আইসক্রিম বাড়িতে বানানো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5 জন
  1. 1 কাপকোরানো নারকেল
  2. 1 কাপনারকেলের দুধ
  3. 2 কাপক্রিম
  4. 6 টিডিমের হলুদ অংশ
  5. 3/4 কাপ+ 1 টেবিল চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটি মিক্সিং বোলে 3/4 কাপ চিনি ও ডিমের হলুদ অংশ ভালো করে ফেটিয়ে রাখুন।

  2. 2

    এবার একটি সস প্যানে কোরানো নারকেল ও 1 টেবিল চামচ চিনি নিয়ে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়তে থাকুন। নারকেল হালকা বাদামি হলে ক্রিম ও নারকেলের দুধ মিশিয়ে দিন। ফুটতে শুরু করার আগে গ্যাস অফ করে দিন।

  3. 3

    এবার নারকেলের মিশ্রণ ডিমের মিশ্রণে অল্প অল্প করে মিশিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন। ভালো করে মিশে গেলে সসপ্যানে ঢেলে দিয়ে রান্না করতে থাকুন কম আঁচে।

  4. 4

    মিক্সচার ঘন হলে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠাণ্ডা হলে ঢেকে ডিপ ফ্রিজে 1 ঘণ্টা রাখুন। তারপর ব্লেন্ডারে পালস্ করুন।

  5. 5

    এবার আবার পাত্রে ঢেলে ঢেকে দিয়ে ডিপ ফ্রিজে রাখুন। আইসক্রিমের টেক্সচার মসৃণ ও ক্রিমি করার জন্য আধ ঘন্টা অন্তর অন্তর এই পদ্ধতি ৩-৪ বার রিপিট করুন । এরপর এক ঘন্টা ডিপ ফ্রিজে রাখুন। পরিবেশন করুন। এনজয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes