কাঁচা কলার কোপ্তা ক(Kacha Kolar Kopta Kadhi recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#ebook06
#week6
এই ডিশ টা আমার খুব প্রিয়। মাঝে মাঝেই বানিয়ে খাই।

কাঁচা কলার কোপ্তা ক(Kacha Kolar Kopta Kadhi recipe in Bengali)

#ebook06
#week6
এই ডিশ টা আমার খুব প্রিয়। মাঝে মাঝেই বানিয়ে খাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩টেকাঁচা কলা
  2. ১টাআলু সিদ্ধ
  3. ৪ টেকাঁচা লঙ্কা কুচি
  4. ১টেবিল চামচধনেপাতা কুচি
  5. ৪টেবিল চামচপেঁয়াজ কুচি
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১টাটমেটো
  8. ১চা চামচজিরে
  9. ১চা চামচজিরে গুঁড়ো
  10. ১ চা চামচহলুদ গুঁড়ো
  11. ১ চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  12. স্বাদ মতনুন, চিনি
  13. ৫-৬টেবিল চামচতেল
  14. ২টোতেজপাতা
  15. ১-২টেবিল চামচবেসন
  16. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কাঁচা কলা,আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    এতে পিয়াজ কুচি এক টেবিল চামচ, দুটো লংকা কুচি একটু আদা কুচি আর নুন দিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    বাইন্ডিং এর জন্য বেসন মেশাতে হবে।

  4. 4

    এই মাখা থেকে লেচি কেটে গোল গোল করে, তারপর, হাতের তালু দিয়ে চেপে চ্যাপ্টা করে রাখতে হবে। এই বল গুলো বানানোর সময় হাতে তেল মেখে নিতে হবে।

  5. 5

    বল গুলো ভেজে কোপ্তা তৈরি হয়ে গেলো।

  6. 6

    ঐ তেলেই জিরে তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি, টমেটো, আদা, কাঁচা লংকা এক সাথে বাটা দিয়ে কষিয়ে একটু জল দিতে হবে। নুন, চিনি দিয়ে ক্ষেতে হবে।

  7. 7

    এবার জিরে গুরো, কাশ্মীর লংকা গুরো, হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। শেষে কোপ্তা দিয়ে, গরম মশলা আর ঘি ছরিয়ে ঢেকে আঁচ বন্ধ করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

মন্তব্যগুলি

Similar Recipes