পমফ্রেট মাছের ঝাল (pomfret mach jhal recipe in bengali)

Priyanka Dhara
Priyanka Dhara @cook_26603877

পমফ্রেট মাছের ঝাল (pomfret mach jhal recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 4 টেপমফ্রেট মাছ
  2. 1 চা চামচহলুদ
  3. স্বাদ অনুযায়ীনুন
  4. 2 টোবড়ো পিয়াজ কুচি
  5. 25 গ্রামসরষে
  6. 4 টেকাঁচা লঙ্কা
  7. 150মিলি তেল
  8. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. 1/2টেবিল চামচ কালো জিরা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    নুন আর হলুদ দিয়ে মাছ মাখিয়ে নিতে হবে। কড়াই গরম করে মাছ টা ভেজে নিতে হবে।

  2. 2

    এই বার করাই গরম করে তেল দেবো ।তেলের ওপরে পরিমাণমতো কালোজিরে দেব। কুচি কুচি করে কেটে রাখা পিয়াজ দেবো।

  3. 3

    পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে সরষে বাটা দিয়ে দিতে হবে তারপর স্বাদমতো নুন আর হলুদ দেবো। সরষে আর পিয়াজ কষানো হয়ে গেলে একটা ছোট বাটির হাফ বাটি জল দিয়ে দেবো।তারপর ভাজা মাছ গুলো দেবো।মাখা মাখা হয়ে গেলে ওপরে ধনেপাতা কুচি দিয়ে নামাতে হবে। তৈরি হয়ে গেল ঝাল ঝাল পমফ্রেট মাছ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Dhara
Priyanka Dhara @cook_26603877

Similar Recipes