আনারসের চাটনি(aanaraser chutney recipe in Bengali)

Chhanda Nandi
Chhanda Nandi @Ribhu
খড়গপুর

আনারসের চাটনি(aanaraser chutney recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৫ জন
  1. 1/2আনারস টুকরো করে কাটা
  2. স্বাদ মতচিনি
  3. প্রয়োজন মতকাজু
  4. 1/4 চা চামচনুন
  5. 1চা চামচগোটা জিরা
  6. 1 টাশুকনো লঙ্কা
  7. 1 চা চামচ তেল
  8. 1/2 চা চামচকালো সর্ষে

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে সর্ষে দিয়ে দিতে হবে।

  2. 2

    সর্ষে ফাটতে শুরু করলে ওর মধ্যে আনারসের টুকরো গুলো ঢেলে দিতে হবে।

  3. 3

    নুন দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  4. 4

    শুকনো কড়াই এ কাজু গুলো নেড়ে নিতে হবে।ঠাণ্ডা হলে গুঁড়ো করে নিতে হবে।

  5. 5

    কড়াই এর ঢাকা খুলে দেখতে হবে আনারসের টুকরো গুলো নরম হয়েছে কিনা।

  6. 6

    নরম হয়ে গেলে পরিমান মত চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    চিনি গলে গেলে গুঁড়ো কাজু বাদাম টা ঢেলে দিতে হবে ওর মধ্যে।

  8. 8

    ভালো করে মিশিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে চাটনির ওপরে আগে থেকে শুকনো কড়াই ভেজে নেয়া জিরা শুকনো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhanda Nandi
খড়গপুর
ভালো বাসা শুধু রান্নাতেই❤️❤️
আরও পড়ুন

Similar Recipes