ওলের ডালনা (Oler dalna recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#asr অষ্টমীতে এটি বানিয়ে খাই । আমার বর আর মেয়ের খুব পছন্দের আইটেম। আমিও খুব ভালো বাসি। যেহেতু এই দিন নিরামিষ, আবার ছানা বা পনির ও খায় না আমার বাড়ি র লোকেরা,তো এটা করলে চেটেপুটে খায়।

ওলের ডালনা (Oler dalna recipe in Bengali)

#asr অষ্টমীতে এটি বানিয়ে খাই । আমার বর আর মেয়ের খুব পছন্দের আইটেম। আমিও খুব ভালো বাসি। যেহেতু এই দিন নিরামিষ, আবার ছানা বা পনির ও খায় না আমার বাড়ি র লোকেরা,তো এটা করলে চেটেপুটে খায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ থেকে ২৫ মিনি
৪ জনের জন্য।
  1. ১বাটিওল ডুমো করে কেটে বড়
  2. ২টিআলু মাঝারি ডুমো করে কাটা
  3. ২টিটমেটো
  4. ১টেবিল চামচআদা, জিরা বাটা
  5. ১চা চামচধনে গুঁড়ো
  6. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  7. ৩/৪ চা চামচ গরম মশলা (ছোট এলাচ, লবংগ, দারুচিনি) বাটা
  8. ২টোতেজপাতা
  9. ১/২চা চামচগোটা জিরে
  10. পরিমাণ মতোহিং একটু, জলে গুলে রাখা
  11. প্রয়োজন মততেঁতুলের পাল্প সামান্য
  12. ১চা চামচচিনি নুন
  13. পরিমাণমতোহলুদ গুঁড়ো
  14. ৩টেবিল চামচসর্ষের তেল
  15. স্বাদ মতো

রান্নার নির্দেশ সমূহ

২০ থেকে ২৫ মিনি
  1. 1

    ওল আর আলু টা সিদ্ধ করে রাখতে হবে।

  2. 2

    তেল গরম করে তাতে তেজপাতা আর জিরে দিতে হবে।

  3. 3

    একটু নাড়িয়ে একটা টমেটো কুচি দিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার সব মশলা একে একে দিতে হবে।

  5. 5

    নুন, চিনি দিয়ে কষতে হবে।

  6. 6

    মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ওল,আর আলু টা দিতে হবে।

  7. 7

    সব্জি র সাথে মশলা টা ভালো করে মিশে গেলে,এবার পরিমাণ মতো জল দিতে হবে।

  8. 8

    এবার হিং আর একটু তেতুলের পাল্প দিয়ে ফুটিয়ে নিতে হবে।

  9. 9

    ঝোল টা ফুটে গা মাখা মতো হলে, গরম মশলা দিয়ে ঢাকা দিতে হবে। গ্আস টা অফ করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes