ড্রাই ফ্রুটস দিয়ে চিংড়ি মুইঠ্যা পোলাও (Dry fruits chingri muitha pulao recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

#KRC1
চিংড়ি মুইঠ্যা খুবই পরিচিত ও জনপ্রিয় সুখাদ্য। তার সঙ্গে ড্রাই ফ্রুটস সহযোগে পোলাও মিশিয়ে অতি উপাদেয় পদ হিসেবে উপস্থিত করছি আজ।

ড্রাই ফ্রুটস দিয়ে চিংড়ি মুইঠ্যা পোলাও (Dry fruits chingri muitha pulao recipe in Bengali)

#KRC1
চিংড়ি মুইঠ্যা খুবই পরিচিত ও জনপ্রিয় সুখাদ্য। তার সঙ্গে ড্রাই ফ্রুটস সহযোগে পোলাও মিশিয়ে অতি উপাদেয় পদ হিসেবে উপস্থিত করছি আজ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪ জন
  1. পোলাও বানাতে লাগবে:-
  2. ২ কাপ অর্ধেক সেদ্ধ গোবিন্দভোগ চাল
  3. ২ টি করে ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা
  4. পরিমান মতোঅল্প দারুচিনি, গোলমরিচ, জয়িত্রী
  5. ১ টেবিল চামচ কোচানো কাজু, আমন্ড, আখরোট
  6. ১/২ কাপ কোচানো খেঁজুর ও আমসত্ত্ব
  7. ১ কাপ দুধ
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদমত নুন
  10. ১ টেবিল চামচ চিনি
  11. ১/৪ কাপ ঘী
  12. চিংড়ি মুইঠ্যা বানাতে লাগবে:-
  13. ১ কাপ চিংড়ি বাটা
  14. ১/৪ কাপ মাঝারি মাপের গোটা চিংড়ি
  15. ১ টি মাঝারি মাপের সেদ্ধ আলু
  16. ১ টেবিল চামচ ময়দা
  17. ১ চা চামচ ধনে গুঁড়ো
  18. ১ টেবিল চামচ অনিয়ন পাউডার
  19. ১ চা চামচ গার্লিক পাউডার
  20. ১ টেবিল চামচ জিঞ্জার পাউডার
  21. ১/২ চা চামচ চিলি পাউডার
  22. স্বাদমত নুন
  23. ১ টেবিল চামচ রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে চিংড়ি বাটা থেকে ভালোকরে জল নিংড়ে বার করে নিতে হবে।

  2. 2

    এতে আলু সেদ্ধ, গোটা চিংড়ি, নুন, ধনে গুঁড়ো,অনিয়ন - গার্লিক - জিঞ্জার - চিলি পাউডার, ময়দা দিয়ে মেখে নিতে হবে।একটি ফয়েল পেপারে তেল ব্রাশ করে চিংড়ি মাখা দিয়ে রোল করে মুড়ে কয়েকঘন্টা রেফ্রিজারেটরে রাখতে হবে।

  3. 3

    তারপর বার করে পিস্ পিস্ করে কেটে মুইঠ্যা বানিয়ে নিতে হবে। একটি পাত্রে জল দিতে হবে। জলে তেল ছড়িয়ে দিতে হবে। জল ফুটলে মুইঠ্যাগুলো দিয়ে দিতে হবে। মুইঠ্যা গুলো জলে ভেসে উঠলে নামিয়ে জল থেকে বার করে শুকিয়ে নিতে হবে।

  4. 4

    প্যানে ১ টেবল চামচ ঘী দিতে হবে। ঘী গরম হলে মুইঠ্যাগুলো ভেজে নামাতে হবে।

  5. 5

    কড়াইতে বাকি ঘী দিয়ে দিতে হবে। ঘী গরম হলে তেজপাতা, গোটা এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়িত্রী, গোলমরিচ ফোড়ন দিতে হবে।

  6. 6

    ফোড়নের গন্ধ বের হলে কাজু, কিশমিশ, আমন্ড দিয়ে নাড়াচাড়া করে নুন,চিনি ও ভাত দিয়ে দিতে হবে।

  7. 7

    দুধে হলুদ গুলে উপরে ছড়িয়ে দিতে হবে। আমসত্ত্ব খেঁজুর ও চিংড়ি মুইঠ্যা দিয়ে ঢেকে দিতে হবে। ঢিমে আঁচে কিছুক্ষন রেখে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes