পাটিসাপ্টা (patisapta recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

পাটিসাপ্টা (patisapta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট -১ ঘন্টা
৭-৮ জন
  1. ১/২ কাপ ময়দা
  2. ১/২ কাপ সুজি
  3. ১/৪ চাল গুঁড়ি
  4. ১ কাপ/স্বাদ মত চিনি
  5. ৩-৪ কাপ দুধ (পরিমাণ মতো)
  6. ১ কাপ নারকেল কোরা
  7. ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ
  8. ১/২ কাপ দুধ
  9. ৩ টেবিল চামচ চিনি (স্বাদ মতো)
  10. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  11. ১ টেবিল চামচ কাজু কুচি
  12. পরিমাণ মতঘি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট -১ ঘন্টা
  1. 1

    প্রথমে ১ চামচ ঘি গরম করে নারকেল টা দিয়ে একটু ভাজা ভাজা করে ১ কাপ দুধে গুঁড়ো দুধ মিশিয়ে ঐ নারকেলে দিতে হবে।৩ টেবিল চামচ চিনি দিতে হবে।

  2. 2

    ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে এলে এলাচ গুঁড়ো ও কাজু কুচি মিশিয়ে নিতে হবে।পুর তৈরি।

  3. 3

    ময়দা,সুজি,চাল গুঁড়ি, বাকি চিনি,দুধ মিশিয়ে পাতলা গোলা তৈরি করে নিতে হবে। খুব ঘন বা পাতলা হবে না।

  4. 4

    এবার একটা ফ্লাইং প্যানে ঘি বুলিয়ে গরম করে ঐ গোলা থেকে ছোট হাতার ১ হাতা দিয়ে অপেক্ষা করতে হবে একটু শুকিয়ে আসা পর্যন্ত।

  5. 5

    শুকিয়ে এলে পরিমাণ মতো পুর দিয়ে এক ধার থেকে মুড়ে পাটিসাপটার আকার দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

মন্তব্যগুলি

Similar Recipes