আলু পোস্ত (Aloo posto recipe in Bengali)

Debasree Sarkar
Debasree Sarkar @DS_17
Kolkata, West Bengal

#alu
অনেকে অনেক ধরনের আলু পোস্ত করেন, এটা আমার বাড়ির রেসিপি।

আলু পোস্ত (Aloo posto recipe in Bengali)

#alu
অনেকে অনেক ধরনের আলু পোস্ত করেন, এটা আমার বাড়ির রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ -৩ জন
  1. ২ টি মাঝারি সাইজের আলু
  2. ২৫ গ্রাম পোস্ত বাটা
  3. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  4. ১/৪ চা চামচ কালো জিরে
  5. ১ টা বড় পেঁয়াজ স্লাইস করে কাটা
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীলবণ ও চিনি
  9. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    আলু ছোটো কিউব করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    কড়াই তে সরষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু ও স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে ভাজতে হবে।

  3. 3

    পিঁয়াজ ও আলু তে হাল্কা রঙ ধরলে তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা দিয়ে ২ মিনিট কষিয়ে গরম জল দিয়ে ঢেকে দিতে হবে।

  4. 4

    আলু সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে গরম ভাত এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debasree Sarkar
Kolkata, West Bengal

Similar Recipes