মাছের টক(macher tok recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#f
এই মাছের টক খেতে খুব দারুণ লাগে। ভালো লাগলে অবশ্যই ট্রাই কোরো।

মাছের টক(macher tok recipe in bengali)

#f
এই মাছের টক খেতে খুব দারুণ লাগে। ভালো লাগলে অবশ্যই ট্রাই কোরো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪-৫ টা তেলাপিয়া মাছ/মৃগাল মাছ
  2. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  3. ৪ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ
  4. ২ টি মাঝারি টমেটো
  5. ১ চা চামচ সর্ষে
  6. ১ চা চামচ চিনি
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ১-২ টি শুকনো লঙ্কা
  10. ২-৩ টি কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তারমধ্যে সর্ষে ও শুকনো লঙ্কা ফোরণ দিতে হবে।

  3. 3

    তারপর ফোরণ টা ভাজা হয়ে গেলে টমেটো কুচি,কাঁচা লংকা হলুদ ও নুন দিয়ে ভেজে নিতে হবে তারপর তেঁতুলের ক্বাথ জলে মিশিয়ে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ ফুঁটিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। অল্প একটু চিনি দিতে হবে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুঁটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে ।

  5. 5

    তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু মাছের টক। এবার গরম গরম ভাতের সঙ্গে শেষপাতে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes