দই চিকেন (Doi chicken recipe in bengali)

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

#ebook2
#দুর্গাপূজা
বিভাগ৫
আজ আমি বানিয়েছি দই চিকেন এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খেতে ও খুব সুস্বাদু।

দই চিকেন (Doi chicken recipe in bengali)

#ebook2
#দুর্গাপূজা
বিভাগ৫
আজ আমি বানিয়েছি দই চিকেন এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খেতে ও খুব সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৭০০ গ্রাম চিকেন
  2. ৩ চা চামচ টক দই (জল ঝরানো)
  3. ৪ টে মিডিয়াম সাইজের পেঁয়াজ
  4. ৩ চা চামচ রসুন বাটা
  5. ২ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  8. ১ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১ চা চামচ মিট মাসালা
  10. ১/২ চা গরম মসলার গুঁড়ো
  11. স্বাদ মতনুন
  12. ১/২ কাপ সরষের তেল
  13. ১ টা দারচিনি
  14. ২ টো লবঙ্গ
  15. ১ টা এলাচ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাংস টা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে,টক দই,নুন, দু'চামচ সরষের তেল,হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে দু তিন ঘন্টার জন্য

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে গোটা গরম মসলা দিয়ে পেঁয়াজ কুচি ভাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে কষাতে হবে ।

  3. 3

    পেঁয়াজ রসুন এর কাছে গন্ধ চলে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো দিয়ে কষাতে হবে ।মসলা থেকে তেল ছেড়ে গেলে ম্যারিনেট করা চিকেন টা দিয়ে দিতে হবে ।

  4. 4

    চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে মিট মাসালা, গরম মসালা পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে।

  5. 5

    চিকেন সেদ্ধ হয়ে এলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন দই চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

মন্তব্যগুলি (9)

Similar Recipes