চিকেন চাপ (chicken chaap recipe in Bengali)

md. Ismile s.k.
md. Ismile s.k. @cook_37652880

চিকেন চাপ (chicken chaap recipe in Bengali)

Edit recipe
See report
Share
Share

Ingredients

৪৫মিনিট
  1. ৫০০গ্রামচিকেন
  2. ১০০গ্রামটক দই
  3. ১৫০গ্রামসাদা তেল
  4. ৫০গ্রামকাজু
  5. ২০গ্রামপোস্ত
  6. ২০গ্রামমগজ দানা
  7. ২০গ্রামআমন্ড
  8. ১০গ্রামঘি
  9. ২০০গ্রাম পেঁয়াজ ফ্রাই
  10. ৫০গ্রামআদা বাটা
  11. ৪০গ্রামরসুন বাটা
  12. ৫গ্রামহলুদ গুঁড়ো
  13. ১০গ্রামজিরে গুঁড়ো
  14. ৫গ্রামধনে গুঁড়ো
  15. ৩গ্রামলঙ্কা গুঁড়ো
  16. ৩গ্রামকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  17. ৫গ্রামগোলমরিচ গুঁড়ো
  18. ৫ টাকাঁচা লঙ্কা বাটা
  19. ৫ টাশুকনো লঙ্কা
  20. ৫গ্রামচিনি
  21. ৫গ্রামগোটা জিরে
  22. ৪ টেতেজপাতা
  23. ৪ টেএলাচ
  24. ৪ টেলবঙ্গ
  25. ৪গ্রামদারুচিনি
  26. ২চা চামচকেওড়া জল
  27. ২চা চামচগোলাপ জল
  28. ১ ফোঁটামিঠা আতর
  29. ৫গ্রামগরম মশলা
  30. ১০০গ্রামটমেটো বাটা
  31. স্বাদ মতলবন
  32. ১০গ্রামধনেপাতা

Cooking Instructions

৪৫মিনিট
  1. 1

    প্রথম এ একটা মিক্সি তে কাজু আলমন্ড মগজ দানা পোস্ত একসঙ্গে বেটে নেবো।

  2. 2

    চিকেন টাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবে তারপর চিকেন এ একটু তেল দেবে তারপর আদা রসুনের পেস্ট দেবে টক দই টা দেবে কাজু আলমন্ড পোস্ত মগজ দানা র পেস্ট দেবে তিন চামচ লবণ দেবে র 3টে লেবুর জুস দেবে সাথে ফ্রাইড ওনিয়ন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো টা দেবে দিয়ে ওটাকে মাখিয়ে এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবে

  3. 3

    দিয়ে কড়াইয়ে তেল দেবে যখন তেলটা হালকা গরম হবে চিনি দেবে যখন চিনির বাবল বেরোবে তখন তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে নাড়াব

  4. 4

    তারপর চিকেন টা দিয়ে দেবে দিয়ে নাড়াতে থাকব সাথে পরিমান মতো লবন দিয়ে ১৫মিনিট কষে নেবো হাই ফেম এ দিয়ে ঢাকা দেবে ১০মিনিট পর ঢাকনা খুলে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে যখন তেল ছাড়বে সেই সময় জল দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে জল টা কমিয়ে নেবো।

  5. 5

    দিয়ে গোলাপ জল কেওড়া জল আতর গরম মশলা ঘি দিয়ে ৫মিনিট নাড়িয়ে দেবো দিয়ে ধনে পাতা দিয়ে দিলে রেডি।

  6. 6

    এটা বিরিয়ানি বা তান্দুরি রুটি কুলচা নান এর সাথে খেতে খুব সুস্বাদু লাগে।

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
md. Ismile s.k.
md. Ismile s.k. @cook_37652880
on

Comments

Similar Recipes