বাঁধাকপির তরকারি (bandhakopir tarkari recipe in Bengali)

Rina Khan
Rina Khan @Rinajhilthoi

বাঁধাকপির তরকারি (bandhakopir tarkari recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪ জনের জন্য
  1. ৫০০ গ্রাম বাঁধাকপি
  2. ২-৩টি আলু ডুমো ডুমো করে কাটা
  3. ১ টিমাছের মাথা ভাজা
  4. ১টি পেঁয়াজ কুচি
  5. ১টেবিল চামচআদা বাটা
  6. ১চা চামচজিরে বাটা
  7. ১চা চামচধনে বাটা
  8. স্বাদ মতলবণ
  9. ১চা চামচচিনি
  10. ২টেবিল চামচতেল
  11. ১টি টমেটো কুচি
  12. ২টিতেজপাতা
  13. ১টিশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে বাঁধা কপি খুব সরু করে কেটে ধুয়ে নিতে হবে

  2. 2

    এবার কড়ায়ে তেল দিয়ে তেজপাতা,শুকনো লংকা ও পাঁচফোড়ন ফড়ণদিয়ে পেঁয়াজ লাল করে করে ভেজে সমস্ত মসলা অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ভাজা মাছের মাথা হাতের সাহায্যে ভেঙে ওই মসলার মধ্যে দিয়ে ধুয়ে রাখা আলু বাঁধা কপি দিয়ে নাড়াছাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে।

  4. 4

    মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে নাবিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Khan
Rina Khan @Rinajhilthoi

মন্তব্যগুলি

Similar Recipes