রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিঁড়ে টা বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে।
- 2
তারপর ছাঁকনিতে করে ছেঁকে জল বার করে দিতে হবে।
- 3
তারপর তারমধ্যে পেঁয়াজকুচি, লঙ্কাকুচি, ধনেপাতাকুচি,নুন ও চিনি দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে।
- 4
আরেকদিকে কড়াইতে অল্প তেল গরম করে তাতে পেঁয়াজবাটা অল্প কষে তাতে আদা-রসূনবাটা দিয়ে আরো একটু কষে তাতে ধনে-জিরে-লঙ্কা গুঁড়ো সব দিয়ে আর একটু জল দিয়ে কষে নিয়ে তাতে চিকেন টা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে আর চিকেন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
- 5
তারপর চিঁড়ের ডো থেকে একটু করে হাতে নিয়ে তার মাঝে একটা করে চিকেন দিয়ে কিছুটা কোরানো চিজ দিয়ে ভালো করে মুড়ে মুখটা বন্ধ করে দিতে হবে।
- 6
এভাবে সবগুলি গড়া হয়ে গেলে সেগুলো একটা ডিম বাটিতে ফেটিয়ে তাতে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো তে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 7
তারপর ছাঁকা তেলে ভেজে নিয়ে, গরম গরম পরিবেশন করুন।
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
More Recipes
মন্তব্যগুলি