ম্যাংগো মিষ্টি আপ্পাম।

Chaitali Dutta Sadhu
Chaitali Dutta Sadhu @cook_16254268

আম দিয়ে এক প্রকারের মিষ্টি যেটা যেকোনো সময় উপভোগ করা যাবে। বাচ্চাদের জন্য টিফিনে দেয়ার খুব ভালো পদ।

ম্যাংগো মিষ্টি আপ্পাম।

আম দিয়ে এক প্রকারের মিষ্টি যেটা যেকোনো সময় উপভোগ করা যাবে। বাচ্চাদের জন্য টিফিনে দেয়ার খুব ভালো পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপআম পিউরি ।
  2. ৪ চা চামচসুজি ভেজানো।
  3. 5 -6 চা চামচময়দা।
  4. 4 চা চামচগোবিন্দ ভোগ চালের গুঁড়ো।
  5. 3 চা চামচকাজু কুচি ।
  6. 3 চা চামচনারকেল কোরা ।
  7. 3 -4 চা চামচকনডেন্সড মিল্ক
  8. পরিমাণ মতোচিনি
  9. পরিমাণ মতোদুধ
  10. 1 চা চামচএলাচ গুঁড়ো ।
  11. 1/2 চা চামচবেকিং সোডা
  12. পরিমাণ মতোসাদা তেল /ঘি ।

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আমি পিউরি, সুজি, ময়দা, চালের গুঁড়ো, চিনি, কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো, কাজু কুচি, নারকেল কোরা সব একসাথে মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রাখুন।

  2. 2

    চিনি পরিমান মতন দেবেন। কারন আম এমনিতেই মিষ্টি হয়। তার সাথে কনডেন্সড মিল্ক ও যোগ হচ্ছে। কম মিষ্টি খেতে চাইলে চিনি বাদ দিতে পারেন।

  3. 3

    ব্যাটার খুব ঘন হলে দুধ মিশিয়ে নরম করুন যাতে চামচ থেকে সহজেই পরে।

  4. 4

    বেকিং সোডা মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে নিন।

  5. 5

    আপ্পাম পাত্র গরম করুন। প্রতিটি খাপে 2 ফোঁটা করে তেল বা ঘি দিয়ে এক চামচ করে ব্যাটার দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে 4 -5 মিনিট রান্না করুন।

  6. 6

    একটি কাঠি বা বাটার ছুরি দিয়ে উল্টে আবার ও 2 ফোঁটা তেল বা ঘি দিয়ে আবার 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

  7. 7

    দুদিক থেকে বাদামি রঙের হলে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chaitali Dutta Sadhu
Chaitali Dutta Sadhu @cook_16254268

মন্তব্যগুলি

Similar Recipes