মনিপুরের ডিম কারি

Jayanwita Mukherjee
Jayanwita Mukherjee @cook_15445132

#কারি এবং গ্রেভি রেসিপি
রোজকার একঘেয়ে ডিমের কারির থেকে একদম অন্যরকমের একটি রেসিপি

মনিপুরের ডিম কারি

#কারি এবং গ্রেভি রেসিপি
রোজকার একঘেয়ে ডিমের কারির থেকে একদম অন্যরকমের একটি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25মিনিট
4 জন
  1. 5টি ডিম(সেদ্ধ করে খোসা ছাড়ানো)
  2. 3টি আলু
  3. 3টি শুকনো লঙ্কা(সেদ্ধ করা)
  4. 6কোয়া রসুন
  5. 1 ইঞ্চিআদা
  6. 1টি পেঁয়াজ কুচি করা
  7. 1টি টমেটো কুচি
  8. 1 চামচ সেঁকা ধনে
  9. 3টি ছোট পেঁয়াজ
  10. 1কাচা চামচহলুদ
  11. স্বাদমতোনুন ও চিনি
  12. 5 গ্রামগোটা গরম মসলা
  13. 3টেবিল চামচ সাদা তেল
  14. প্রয়োজনমতোধনেপাতা কুচি
  15. প্রয়োজন মতোকাঁচা লঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

25মিনিট
  1. 1

    প্রথমে তিনটে সেদ্ধ আলু ও একটি সেদ্ধ ডিম গ্রেট করে রাখতে হবে।

  2. 2

    এরপর সেদ্ধ শুকনো লঙ্কা,ছোট পেঁয়াজ আদা -রসুন ও রোস্টেড ধনে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইয়ে তেল গরম করে চারটে ডিম সামান্য ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    তারপর ওই তেলেই গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে।

  5. 5

    এরপর ওর মধ্যে বানিয়ে রাখা মশলার পেস্ট টা দিয়ে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে।

  6. 6

    কষানো মসলার মধ্যে মাখা আলু ও ডিম মিশিয়ে নুন চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে দু'কাপ জল দিতে হবে।

  7. 7

    ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা ডিম গুলো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে।

  8. 8

    গ্রেভি ঘন হয়ে আসলে ওর মধ্যে ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে মনিপুরের ডিমের কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayanwita Mukherjee
Jayanwita Mukherjee @cook_15445132

মন্তব্যগুলি

Similar Recipes