ড্রাই ফ্রুটস কেক (Dry fruits cake recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#GB4
আমি এই সপ্তাহে বেছে নিয়েছি কেক। আমি আজ ড্রাই ফ্রুটস দিয়ে কেক তৈরি করেছি।

ড্রাই ফ্রুটস কেক (Dry fruits cake recipe in bengali)

#GB4
আমি এই সপ্তাহে বেছে নিয়েছি কেক। আমি আজ ড্রাই ফ্রুটস দিয়ে কেক তৈরি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৬/৮ জন
  1. ১.৫ কাপ আটা
  2. ১ কাপ চিনি গুঁড়ো
  3. ৪ চা চামচ বাটার
  4. ৪ চা চামচ দুধ
  5. ১/২ চা চামচ বেকিং পাউডার
  6. ১/৪ চা চামচ বেকিং সোডা
  7. পরিমাণ মতকাজু+ কিসমিস+ আমন্ড+ মন্ডা মিঠাই
  8. ২ টো ডিম
  9. ১ টা বাটার পেপার
  10. ১ ফোঁটা ভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে একটা পাত্রে বাটার আর চিনি গুঁড়ো টা ভালো করে মিশিয়ে নিয়েছি।

  2. 2

    এবার তাতে ওই ডিম ২ টো ফাটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে দুধ টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।

  3. 3

    এবার ওই মিশ্রণের মধ্যে একটা ছাকনি রেখে তাতে আটা+ বেকিং পাউডার+ বেকিং সোডা দিয়ে ছেঁকে নিয়েছি।

  4. 4

    এবার ওই মিশ্রণ টা ভালো করে মিশিয়ে নিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে আরো ভালো করে মিশিয়ে নিয়েছি।

  5. 5

    এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে একটা ঝিক বসিয়ে ঢাকা দিয়ে গরম করে নিয়েছি।

  6. 6

    এদিকে একটা পাত্রে বাটার পেপার রেখে তাতে বাটার মাখিয়ে নিয়ে একটু ময়দা ছড়িয়ে নিয়ে তাতে ওই মিশ্রণ টা ঢেলে দিয়েছি আর কড়ার মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি।

  7. 7

    এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে অল্প ড্রাই ফ্রুটস দিয়ে আবার ঢাকা বন্ধ করে দিয়েছি।

  8. 8

    এবার সবশেষে বাকি ড্রাই ফ্রুটস গুলো ওপর থেকে সাজিয়ে দিয়েছি আর গ্যাস বন্ধ করে দিয়েছি। এইভাবেই তৈরি হয়ে গেলো ড্রাই ফ্রুটস কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes