ডুমুরের বড়ার কালিয়া (dumurer borar kalia recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

#js
বহুদিনের প্রায় হারিয়ে যেতে বসা একটি বাঙালী রান্না ডুমুরের বড়ার ডালনা। জামাইষষ্ঠীতে বহু আমিষ পদের সঙ্গে বহু নিরামিষ পদ ও থাকে। তাতে এই সংযোজন আরো দিনটিকে স্পেশাল করে তুলবে। তার উপরে বলাই বাহুল্য বাটা মশলায় রান্না স্বাদও বাড়বে বহুগুণ।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ২০০ গ্রাম ডুমুর বীজ বার করে সেদ্ধ করা
  2. ২টেবিল চামচবেসন
  3. ১/২চা চামচশুকনো লঙ্কা বাটা
  4. ১টেবিল চামচজিরে বাটা
  5. ১/৪চা চামচহলুদ বাটা
  6. ২টেবিল চামচটকদই
  7. ১/৪চা চামচগরম মশলা বাটা
  8. ১টিতেজপাতা
  9. ১ চিমটি গোটা জিরে
  10. স্বাদ মত চেরা কাঁচালঙ্কা
  11. স্বাদ মতনুন
  12. ১ চিমটিচিনি
  13. ১ টেবিল চামচঘি
  14. ১ কাপতেল
  15. ২-৩ টেবিল চামচবেরেস্তা

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    ডুমুর বেটে তাতে বেসন, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, বেরেস্তা ও নুন মিশিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    গোল্লা পাকিয়ে বল আকারে গড়ে ডুবোতেলে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    বাকি সমস্ত বাটা মশলা জল দিয়ে গুলে নিতে হবে।

  4. 4

    কড়াইতে তেল গরম হলে তাতে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে গুলে রাখা মশলা, টক দই ও চিনি দিয়ে নাড়তে হবে।

  5. 5

    মশলা কষা হলে চেরা কাঁচালঙ্কা ও জল দিতে হবে। (আমি ২ কাপ মত জল দিয়েছি)

  6. 6

    ঝোল ফুটতে থাকলে ডুমুরের বড়া দিতে হবে।
    ঘী ও গরম মশলা বাটা দিয়ে নামাতে হবে।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes

More Recipes