রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ১০০ গ্রাম পনির
  2. ডো বানাতে লাগবে:-
  3. ১.৫কাপ আটা
  4. ১ চা চামচ ধনেপাতা কুচি
  5. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/৪ চা চামচ লঙ্কার গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১/৪ কাপ বেসন
  10. ২ টেবিল চামচ টকদই
  11. স্বাদ মতোনুন
  12. ভাজার জন্য লাগবে
  13. ১/৪ কাপ রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে পনীর হাল্কা ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবার ডো বানানোর সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে পরিমাণমত জল দিয়ে নরম করে মেখে নিতে হবে।

  3. 3

    এবার ডো থেকে অল্প মন্ড নিয়ে বেলে তাতে কিছু ভাজা পনীর দিয়ে ভরে দিতে হবে। সাবধানে মুড়ে আবার লেচির মত করে নিতে হবে।

  4. 4

    প্রত্যেকটিই একইভাবে করে রুটির মত বেলে নিতে হবে।

  5. 5

    তেলে দুপিঠ ভালোকরে ভেজে তুলে গরম গরম পরিবেশন করতে হবে।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes