Edit recipe
See report
Share
Share

Ingredients

4 people
  1. > ৪টি ভেটকি মাছের ফিলে
  2. > ২ চামচ পাতিলেবুর রস
  3. > ১ চিমটে গরম মশলা
  4. > ২ চা চামচ আদা রসুন বাটা
  5. > ২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. > ১ চামচ ধনেপাতা বাটা
  7. > ২ চা চামচ পেঁয়াজ বাটা
  8. > ২ কাপ ময়দা
  9. > ৩টি ডিম
  10. > স্বাদমতো নুন এবং পরিমাণমতো তেল
  11. > ১ কাপ ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো

Cooking Instructions

  1. 1

    সর্বপ্রথমে ভেটকি মাছের পিসগুলো ধুয়ে নিয়ে তাতে নুন ও পাতিলেবুর রস মাখিয়ে কুড়ি মিনিট রেখে দিন।

  2. 2

    তারপর পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা বাটা, গরম মশলা ও দু'চামচ ময়দা ভালভাবে মিশিয়ে নিন।

  3. 3

    এরপর মাছের পিসগুলো ম্যারিনেট করে দুই ঘণ্টা রেখে দিন।

  4. 4

    এবার একটি পাত্রে ডিম ও তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো নিন।

  5. 5

    তারপর এক এক করে মাছের পিসগুলো প্রথমে ময়দার থালায় উলটে পালটে নিন। তারপর ডিমের গোলায় ভালভাবে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে চেপে চেপে ফিশ ফ্রাইয়ের আকারে গড়ে নিন।

  6. 6

    তারপর কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ভালভাবে ভেজে নিন।

  7. 7

    এবার স্যালাড ও কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফিশফ্রাই।

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pampa Dasgupta
Pampa Dasgupta @PampaDasgupta
on

Comments

Similar Recipes