পিজ্জা (pizza recipe in Bengali)

Aaditi Kundu
Aaditi Kundu @cook_12033766

#NoOvenBaking ( শেফ নেহার থেকে অনেক কম সময় তৈরি করা শিখেছি )

পিজ্জা (pizza recipe in Bengali)

#NoOvenBaking ( শেফ নেহার থেকে অনেক কম সময় তৈরি করা শিখেছি )

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

25 মিনিট
৪জন
  1. ১/২ কাপ ময়দা
  2. ১/২ চা চামচবেকিং পাউডার
  3. ১/২ চা চামচবেকিং সোডা
  4. ১/৪ কাপ টক দই
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. ১ চা চামচ সাদা তেল
  7. ১ টা লাল ক্যাপসিকম(ছোট মাপের)
  8. ১টা সবুজ ক্যাপ্সিকাম (ছোট মাপের)
  9. ১টা হলুদ ক্যাপসিক্যাম (ছোট মাপের)
  10. ৪ টিবোনলেস চিকেন
  11. ১/৪ চা চামচআদা রসুন বাটা
  12. ১টা মাঝারি সাইজের পিয়াজ
  13. ১কাপ চিজ
  14. ৪ চা চামচ পিজ্জা সস

রান্নার নির্দেশ

25 মিনিট
  1. 1

    একটা বোল এর মধ্যে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, নুন এবং সাদা তেল একসাথে মিশিয়ে নিতে হবে ।

  2. 2

    এবার টক দই দিয়ে ভালো করে মেখে নিতে হবে,এতে একটুও জল দেওয়া যাবেনা। পুরোটাই দই দিয়ে মাখতে হবে।

  3. 3

    এখন আমার মোলায়েম করে মাখা হয় গেছে। এবার ১০ মিনিট এর জন্য হালকা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

  4. 4

    এই সময়ে আমি পিৎজার টপিং গুলো রেডি করে নেব। সবজি গুলো কুচি করে নিয়েছি। চিকেন টা ফ্রাই প্যানে অল্প সাদা তেলে নুন আর আদা রসুন বাটা দিয়ে সতে করে নিয়েছি।

  5. 5

    এবার ময়দা টা নিয়ে ছুরি র সাহায্যে ৪ ভাগ করে নিলাম । ভিতর টা এই রকম দেখতে আসবে।

  6. 6

    এবার গোল করে বেলে নিয়ে কাটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে যাতে ফুলে না ওঠে সেই জন্য। কত টা মোটা বা পাতলা পিৎজা পছন্দ করেন তার উপরেই বেলাটা হবে। মনে রাখতে হবে এটা যেমন বেলবেন,তৈরি হবার পরে ওটা ডাবল হয় যাবে।

  7. 7

    এবার একটা কুকারে স্ট্যান্ড রেখে তারউপর একটা অ্যালুমিনিয়াম বাটি বসিয়ে প্রিহিট করে নিন ২ মিনিট।

  8. 8

    এবার ওই পাত্রে একটু তেল ব্রাশ করে পিৎজা র রুটি টা দিয়ে ঢাকা দিয়ে দিন ২/৩ মিনিট এর জন্য।

  9. 9

    হোয়ে গেলে ঢাকনা খুলে নামিয়ে নিন তখন এই রকম দেখতে আসবে।

  10. 10

    এবার ওই পিৎজার রুটি র হয়ে পিৎজা সস লাগিয়ে উপর থেকে একে একে সব সবজি দিয়ে উপর থেকে চিজ গ্রেট করে দিন।

  11. 11

    এবার একটা প্যানে পিৎজা টি বসিয়ে ঢাকা দিয়ে ১ মিনিট মত রেখে নামিয়ে নিন। রেডি হয়ে গেল কত সহজেই বাড়িয়ে পিৎজা। এবার পিৎজা কাটার বা ছুরি দিয়ে কেটে পরিবারের সকলের সাথে উপভোগ করুন।।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aaditi Kundu
Aaditi Kundu @cook_12033766

মন্তব্যগুলি (7)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বেশ সুন্দর হয়েছে। ভালো লাগলো।
আমিও কিছু নতুন চেষ্টা করেছি।দেখার অনুরোধ রইলো। ভাল লাগলে অনুসরণ দেবেন।🐾

Similar Recipes